পোল্যান্ডের বিরোধীদল ক্ষমতা নেয়ার জন্য প্রস্তুত, বলছেন টাস্ক

সিভিক প্লাটফর্মের নেতা ডনাল্ড টাস্ক, থার্ড ওয়ে থেকে ওয়ালেসলাও কোসিনিয়াক-কামিজ এবং জিমন হোলোনিয়া এবং নতুন বাম দলের ব্লডজিমিয়ার্জ জারজাস্টি পোলিশ প্রেসিডেন্টের সাথে তাদের বৈঠকের আগে একটি বিবৃতি দেয়ার জন্য একত্রিত হন। ২৪ অক্টোবর, ২০২৩।

পোল্যান্ডের মূলধারার বিরোধী দলগুলো মঙ্গলবার বলেছে, তারা ক্ষমতা নিতে প্রস্তুত। তারা তাদের প্রার্থী ডনাল্ড টাস্ককে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে প্রেসিডেন্টের ওপর চাপ বাড়াতে চায়।

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) পন্থী বিরোধী দলগুলি এই মাসের গোড়ার দিকে নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। বিচার বিভাগের স্বাধীনতা থেকে এলজিবিটি অধিকার পর্যন্ত বিভিন্ন ইস্যুতে ব্রাসেলসের সাথে আট বছরের দ্বন্দ্বের পরে পোল্যান্ডের জন্য এটি একটি বড় পরিবর্তন।

ক্ষমতাসীন জাতীয়তাবাদী আইন ও বিচার (পিআইএস) দলের সহযোগী প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা এর আগে বলেছিলেন, তিনি পার্লামেন্টের নিম্নকক্ষে বৃহত্তম একক দলকে সরকার গঠনের প্রথম সুযোগ দেবেন।

পোল্যান্ডের বৃহত্তম উদারপন্থী বিরোধী দল সিভিক কোয়ালিশনের নেতা টাস্ক এক সংবাদ সম্মেলনে বলেন, "আজ গণতান্ত্রিক দলগুলোর নেতাদের সাথে একত্রে, পরবর্তী সংসদে সংখ্যাগরিষ্ঠতা তৈরি করতে পারস্পরিক প্রস্তুতির বিষয়টি নিশ্চিত করেছি। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী পদে বিরোধী দলের প্রার্থী হবেন তিনি।

মঙ্গলবার ও বুধবার সংসদে আসন পাওয়া সব দলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন দুদা।