দূর্গাপূজা প্রতিমার গয়না

Your browser doesn’t support HTML5

দেবীকে নানা রং-বর্ণ-আঙ্গিকে সাজানো দূর্গাপূজার সবচেয়ে বড় আকর্ষণগুলোর একটি।

প্রতিমার সাজসজ্জায় অলংকার একটা অপরিহার্য অনুসঙ্গ। দূর্গাদেবীর মাতৃরূপ ও অলৌকিকতা ফুটিয়ে তুলতে হরেক ধরন ও নকশার গয়না দিয়ে দেবীকে আপাদমস্তক সাজানো হয়।

এই অলংকার শিল্পীদের হাতে তৈরি নিখুঁত কাজের গয়নাগুলোর প্রতিটিই শিল্পকর্ম।

বাংলাদেশে এই অলংকারের সবচেয়ে বড় বাজার শাঁখারিবাজার। বহুবছরের অভিজ্ঞ কারিগরেরা পূজার সময় দেবীর গয়না তৈরী করেন। তাদের তৈরী এ গয়নাগুলো ঢাকাসহ পুরো দেশে দেবীর সজ্জায় ব্যবহৃত হয়।

তবে বর্তমানে সম্পূর্ণ মাটির তৈরি অজন্তা প্রতিমার চাহিদা বেড়ে যাওয়ায় প্রতিমার অলংকারের চাহিদা ক্রমেই কমছে।

পুরানো ঢাকার পূজামন্ডপ ঘুরে ও শাখারীবাজারে অলংকার শিল্পীদের সাথে কথা বলে প্রতিমার গয়না নিয়ে এ প্রতিবেদনটি তৈরি করেছেন মারজানা সাফাত।