রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ইরান ও ঐ অঞ্চলের অন্য পররাষ্ট্রমন্ত্রীদের সাথে আলোচনার জন্য সোমবার ইরানের রাজধানী তেহরান সফর করবেন। তার মন্ত্রকের মুখপাত্র একথা নিশ্চিত করেছেন।
ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ এর আগে জানিয়েছে, রাশিয়া,তুরস্ক,আজারবাইজান এবং আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের আলোচনার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র মারিয়া জাখারোভা সংবাদ সংস্থা টাস এবং আরআইএ-কে বলেছেন, "আমরা সোমবার তেহরানে লাভরভের সাথে হতে যাওয়া আলোচনার বিষয়টি নিশ্চিত করেছি।"
মধ্যপ্রাচ্য নিয়ে উত্তেজনা এবং আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে অমিমাংসিত বিরোধের প্রেক্ষিতে আলোচনাটি সম্পন্ন হবে। গত মাসে নাগর্নো-কারাবাখে আর্মেনীয় বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে হঠাৎ আক্রমণ আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যকার অমিমাংসিত বিরোধকে পুনরায় উস্কে দেয়।
পরে আর্মেনিয়া নিশ্চিত করেছে, তাদের পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে যোগ দেবেন।
অংশগ্রহণকারীদের সম্পূর্ণ তালিকা এখনো প্রকাশ করা হয়নি, তবে আর্মেনিয়ার উত্তরাঞ্চলীয় প্রতিবেশী জর্জিয়া রবিবার বলেছে, তারা এতে যোগ দেবে না। তাদের পররাষ্ট্র মন্ত্রক সংবাদ সংস্থা ইন্টারপ্রেসকে একথা জানিয়েছে।
২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া তার পশ্চিমপন্থী প্রতিবেশী রাষ্ট্র ইউক্রেন আক্রমণ করার পরে জর্জিয়া ইউক্রেন এবং মলদোভার সাথে ইইউ-এর সদস্যপদের জন্য আবেদন করেছিল।
আক্রমণ শুরু করার পর থেকে রাশিয়া সামরিক সহায়তা এবং অর্থনৈতিক অংশীদারিত্বের জন্য ইরানের মুখাপেক্ষী হয়েছে। কারণ উভয় দেশের ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে।
পশ্চিমা দেশগুলো তেহরানের বিরুদ্ধে বিপুল পরিমাণ ড্রোন এবং অন্যান্য অস্ত্র সরবরাহের মাধ্যমে ইউক্রেনে রাশিয়ার আক্রমণকে সমর্থন করার অভিযোগ করে।