মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী করতে কাজ করছে সরকার: সাধন চন্দ্র মজুমদার

একটি মাদ্রাসার একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। ২১ অক্টোবর, ২০২৩।

বাংলাদেশের মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন দেশটির খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। শনিবার (২১ অক্টোবর) একটি মাদ্রাসার একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

এ সময়, নতুন প্রজন্মকে আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানান খাদ্যমন্ত্রী। তিনি বলেন, “সরকার সাধারণ শিক্ষার পাশাপাশি, মাদ্রাসা শিক্ষার আধুনিকায়নেও কাজ করছে। কওমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় সনদের সরকারি স্বীকৃতি দিয়েছে বর্তমান সরকার।”

সাধন চন্দ্র মজুমদার বলেন, “সব দল ও ধর্মের মানুষ বর্তমান সরকারের উপকারভোগী। যারা বিরোধিতা করে, তারা বেশি সুবিধা পেয়েছে এই সরকারের আমলে।” তিনি আরো বলেন, “বাংলাদেশকে উন্নত দেশ করতে হলে, সব নাগরিককে এক কাতারে আনতে হবে। সুষম উন্নয়ন করতে হবে। সেটা বিবেচনায় নিয়ে সবার জন্য উন্নয়নের কর্মসূচি হাতে নিয়েছে সরকার।”