বাল্টিকানেক্টর গ্যাস পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ার পিছনে চীনের ‘নিউনিউ পোলার বেয়ার’ কন্টেইনার জাহাজের ভূমিকা কতটা তা খতিয়ে দেখতে তদন্ত করা হচ্ছে। ফিনল্যান্ডের ন্যাশনাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা এনবিআই শুক্রবার এমনটাই জানিয়েছে।
ফিনল্যান্ড ও এস্তোনিয়ার মধ্যে সংযোগ-রক্ষাকারী একটি গ্যাস পাইপলাইন ও টেলিকম ৮ অক্টোবরে ভেঙে যায়। এই বিষয়ে ফিনিশ তদন্তকারীরা জানিয়েছেন, এটা অন্তর্ঘাত হতে পারে। যদিও এটা দুর্ঘটনা নাকি ইচ্ছাকৃত কাজ তা নিয়ে এখনও সিদ্ধান্তে আসেননি তাঁরা।
মঙ্গলবার সুইডেন বলেছে, স্টকহম থেকে তালিনে সংযোগকারী একটি তৃতীয় লিঙ্ক অন্য দুটির প্রায় একই সময়েই নষ্ট হয়ে গেছে।
এনবিআই এক বিবৃতিতে বলেছে, “ফৌজদারি তদন্তে পুলিশ প্রতিষ্ঠিত করেছে যে, হংকং-এর পতাকাধারী নিউনিউ পোলার বেয়ার জাহাজের চলাচলের সঙ্গে গ্যাস পাইপলাইন ক্ষতির স্থান ও কালগত মিল রয়েছে কাকতালীয়ভাবে।”
ফিনিশ তদন্তকারীরা আরও বলেন, “এই কারণে উক্ত জাহাজের ভূমিকার উপর নজর রয়েছে তদন্তের।”
ফিনল্যান্ডের এনবিআইয়ের বিবৃতির পর এস্তোনিয়ার তদন্তকারীরা যাঁরা টেলিকম কেবল ’এর ঘটনা খতিয়ে দেখছেন, তাঁরা বলেন, তাঁরা এখনও দুটি জাহাজের দিকে নজর রেখেছেন। এই দুটি জাহাজ হল, নিউনিউ পোলার বেয়ার ও রাশিয়ার সেভমর্পুট।
রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে তাঁরা বলেন, “আমরা চিহ্নিত করেছি যে, ঘটনার সময় নিউনিউ পোলার বেয়ার ও সেভমর্পুট জাহাজ এই এলাকায় ছিল। এই ক্ষয়ক্ষতির সঙ্গে এই জাহাজগুলির সম্বন্ধ রয়েছে কিনা তা আমরা এখনও তদন্ত করে দেখছি।”