আমেরিকার দ্বিতীয় এক সাংবাদিককে আটক করলো রাশিয়া

প্রাগ-ভিত্তিক রেডিও ফ্রি ইউরোপ/রেডিও লিবার্টির সাংবাদিক আলসু কুর্মাশেভাকে দেখা যাচ্ছে এক তারিখবিহীন ছবিতে। (আরএফই/আরএল)

রাশিয়া বুধবার এক সাংবাদিককে আটক করেছে। এই সাংবাদিক রেডিও ফ্রি ইউরোপ/রেডিও লিবার্টির হয়ে কাজ করেন। রাশিয়া এই নিয়ে এ বছর দ্বিতীয় আমেরিকান সাংবাদিককে গ্রেফতার করল।

আলসু কুর্মাশেভার আমেরিকা ও রাশিয়ার দ্বৈত নাগরিকত্ব রয়েছে। তিনি আরএফই/আরএল-এর সম্পাদক। বিদেশী এজেন্ট হিসেবে নাম নথিভুক্ত করেননি বলে তাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

মে মাসে জরুরি পারিবারিক কারণে এই সাংবাদিক রাশিয়ায় গিয়েছিলেন। তাঁকে জুন মাসে বিমানবন্দর থেকে সাময়িকভাবে আটক করা হয়েছিল এবং তাঁর পাসপোর্ট বাজেয়াপ্ত করা হয়।

বুধবার তাঁকে গ্রেফতার করা হয়। তিনি যদি দোষী সাব্যস্ত হন, তাহলে পাঁচ বছর পর্যন্ত তাঁর কারাদণ্ড হতে পারে।

যুক্তরাষ্ট্র কংগ্রেসের অর্থায়নে পরিচালিত আরএফই/আরএল-কে ২০২০ সালে বিদেশী এজেন্ট হিসেবে আখ্যায়িত করে রাশিয়া।

এই স্বাধীন নেটওয়ার্ক ‘রাইডার’ মেনে চলতে অস্বীকার করে। তারা বলে, এতে তাদের সম্পাদকীয় প্রক্রিয়া আক্রান্ত হবে এবং নেটওয়ার্কের কাজের ক্ষমতা সীমাবদ্ধ হয়ে পড়বে।

ভিওএ-র সংশ্লিষ্ট সংস্থা আরএফই/আরএল এক বিবৃতিতে বলে, কুর্মাশেভাকে “মুক্তি দেওয়া জরুরি যাতে তিনি দ্রুত তাঁর পরিবারের কাছে ফিরতে পারেন।”

কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস এই আটকের নিন্দা করেছে।

সিপিজে-র রাশিয়া বিষয়ক প্রতিনিধি গুলনোজা সাইদ বলেন, “সাংবাদিকতা কোনও অপরাধ নয় এবং স্বাধীন রিপোর্টিংকে রুদ্ধ করতে রাশিয়া যে বদ্ধপরিকর তার আরেকটি প্রমাণ কুর্মাশেভার এই আটক।”

ওয়াশিংটনে অবস্থিত রাশিয়ার দূতাবাসকে এই বিষয়ে মন্তব্যের জন্য ভিওএ ই-মেইল পাঠালেও তারা তৎক্ষণাৎ জবাব দেয়নি।

কুর্মাশেভা হলেন রাশিয়ার হাতে আটক হওয়া দ্বিতীয় আমেরিকান সাংবাদিক। ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্টার ইভান গার্শকোভিচ মার্চ মাস থেকে মস্কোতে হেফাজতে রয়েছেন।