রুশদের বিরুদ্ধে আইওসির “জাতিগোষ্ঠীগত বৈষম্যের” অভিযোগ তুললেন পুতিন

ফটোঃ সুইজারল্যান্ডের লুসানে করোনাভাইরাস (কোভিড-১৯) প্রাদুর্ভাবের সময় আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) ভবনের সামনে অলিম্পিক রিংগুলির ছবি।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ২০২৪ সালের প্যারিস গেমসের আগে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির বিরুদ্ধে " জাতিগোষ্ঠীগত বৈষম্যের" অভিযোগ করেছেন। অলিম্পিকে রাশিয়া এবং বেলারুশের ক্রীড়াবিদদের তাদের জাতীয় পতাকার নীচে প্রতিযোগিতায় অংশ নেওয়া নিষিদ্ধ করা হয়।

রাশিয়া ও বেলারুশের খেলোয়াড়দের আগামী গ্রীষ্মে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশ নেওয়ার অনুমতি দেওয়া হবে কিনা সে বিষয়ে আইওসিকে এখন চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। ইউক্রেনের সঙ্গে যুদ্ধে মস্কোর প্রধান মিত্র হচ্ছে বেলারুশ।

পুতিন উরালের পার্ম শহরের একটি ক্রীড়া ফোরামে বলেন, "আধুনিক আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রধান কয়েক জনকে ধন্যবাদ, আমরা দেখতে পেয়েছি,(অলিম্পিকে) গেইমসে সেরা ক্রীড়াবিদদের জন্য আমন্ত্রণ পাওয়া নিঃশর্ত অধিকার নয়, তবে এটা হচ্ছে বিশেষ ধরণের সুবিধা এবং আপনি এটি খেলার ফলাফলের ভিত্তিতে নয় বরং কিছু রাজনৈতিক আচরণের মাধ্যমে পেতে পারেন।”

তিনি বলেন, “যাদের রাজনীতির সঙ্গে কোনো সম্পর্ক নেই সেই সব মানুষের ক্ষেত্রে গেমসকে ব্যবহার করা হচ্ছে রাজনৈতিক চাপের হাতিয়ার হিসেবে এবং বাস্তবে সামগ্রিক ভাবে তা বর্ণবাদী জাতিগোষ্ঠীগত বৈষম্যের নামান্তর ।”

তিনি আরও বলেন, “কিছু ক্রিয়া বিষয়ক কর্মকর্তা অলিম্পিক সনদের আওতাভুক্ত কে (কোন দেশ) এবং কে (কোন দেশ) নয় তা নির্ধারণের অধিকার তারা নিজেরাই নিজেদেরকে দিয়েছেন।”

দখলকৃত ইউক্রেনের আঞ্চলিক সংস্থাগুলোকে স্বীকৃতি দিয়ে ইউক্রেনের সদস্যপদের আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘনের দায়ে গত সপ্তাহে আইওসি রাশিয়ার জাতীয় অলিম্পিক সংস্থাকে স্থগিত বা সাসপেন্ড করেছে।

রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের বিরুদ্ধে একটি পূর্ণ মাত্রায় আক্রমণ শুরু করে এবং রাশিয়ার প্রতিবেশী বেলারুশ মস্কোর সৈন্যদের লঞ্চপ্যাড হিসাবে তার অঞ্চল ব্যবহার করার অনুমতি দেয়।