ইসরাইলে রাষ্ট্রদূত হওয়ার জন্য প্রেসিডেন্ট জো বাইডেনের মনোনীত প্রার্থী বুধবার সিনেটরদের বলেন, তিনি “নিশ্চিত করবেন, ইসরাইলের আত্মরক্ষার জন্য যা যা প্রয়োজন তা যাতে ইসরাইল পায়” এবং তিনি যদি এই দায়িত্বপ্রাপ্ত হন তবে হামাসের আক্রমণ বন্ধ করতে যুক্তরাষ্ট্রের মিত্রের সাথে কাজ করবেন।
প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার অধীনে অর্থমন্ত্রী থাকা জ্যাকব লিউ আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে সমন্বয় করার এবং ইসরাইলি সামরিক হামলার মধ্যে গাজায় বেসামরিক নাগরিকদের মানবিক সংকট মোকাবিলার প্রতিশ্রুতি দিয়েছেন। হামাসের সাথে সর্বসাম্প্রতিক যুদ্ধে যুক্তরাষ্ট্রের সমর্থনকে শক্তিশালী করতে এবং উত্তেজনা হ্রাসের চেষ্টা করার জন্য বাইডেন ইসরাইল সফর করার সময় তার সাক্ষাৎকারটি অনুষ্ঠিত হয়।
লিউয়ের পদ নিশ্চিত করতে সিনেট দ্রুত কাজ করছে। জুলাই মাসে টম নিডসের কার্যক্রম শেষ হওয়ার পরে রাষ্ট্রদূত হিসেবে গত মাসে লিউকে বাইডেন মনোনীত করেছিলেন।
হোয়াইট হাউজ আইনপ্রণেতাদের বলেছে, তারা ইসরাইল এবং ইউক্রেনের যুদ্ধের জন্য ও তাইওয়ানের জন্য ৯,০০০ থেকে ১০,০০০ কোটি ডলার প্রদানের বিবেচনা করছে । তাইওয়ানের কথাও এসেছে কারণ তাইওয়ান চীনের হুমকির সম্মুখীন। কথোপকথনের সাথে পরিচিত চারজন ব্যক্তি একথা জানান।
হোয়াইট হাউজ এই সপ্তাহে বিদেশী সমর সহায়তার জন্য একটি আনুষ্ঠানিক অনুরোধ করতে পারে। যদিও কংগ্রেসে ইসরাইলের জন্য প্রায় সর্বসম্মত সমর্থন রয়েছে। ১০ হাজার কোটি ডলারের একটি প্যাকেজ যদি ডেমোক্র্যাটিক প্রশাসন অনুরোধ করে তবে তা বড় বাধার সম্মুখীন হতে পারে। কারণ কিছু রিপাবলিকান ইউক্রেনের যুদ্ধের সাথে ইসরাইলের জন্য অর্থের যোগসূত্র স্থাপন করতে অস্বীকার করেছে। এছাড়াও দুই সপ্তাহ আগে রিপাবলিকানরা অপ্রত্যাশিতভাবে স্পীকার কেভিন ম্যাকার্থিকে ক্ষমতাচ্যুত করার পর থেকে হাউজ বিশৃঙ্খলার মধ্যে রয়েছে এবং এখনো আইন পাস করতে সক্ষম নয়।