আবার আড়াই ঘণ্টা সিসিইউ-তে থাকার পর কেবিনে ফিরেছেন খালেদা জিয়া

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। (ফাইল ছবি)

আবার আড়াই ঘণ্টা সিসিইউ-তে থাকার পর কেবিনে নেয়া হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্বাস্থ্য পরিস্থিতির অবনতি হলে, বিএনপি চেয়ারপার্সন-কে শনিবার (১৪ অক্টোবর) রাত ৯টার দিকে, রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়। এর পর, ইসিজি, এক্স-রেসহ বেশ কিছু পরীক্ষা করা হয় তার।

নাম প্রকাশে অনিচ্ছুক, খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের একজন চিকিৎসক বলেন, “পরীক্ষার ফলাফল পর্যালোচনা করা হচ্ছে।” তিনি বলেন, “খালেদা জিয়াকে সিসিইউতে অল্প সময়ের জন্য ভর্তি করা এটাই প্রথম ঘটনা নয়। কিছু স্বাস্থ্য পরীক্ষার পর, তাকে আবার কেবিনে ফিরিয়ে নেয়া হয়েছে। তার স্বাস্থ্যের যা অবস্থা, তা উদ্বেগের বিষয় এবং মেডিকেল বোর্ড তার অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।”

এক প্রশ্নের জবাবে একজন চিকিৎসক উল্লেখ করেন, খালেদা জিয়ার শারীরিক দুর্বলতার কারণে অনেক ওষুধ খেতে চাননা। তিনি স্যালাইনে আছেন এবং নিয়মিত ইনজেকশন দিতে হচ্ছে। দুই দিন আগে, তার হিমোগ্লোবিনের মাত্রা কিছুটা উন্নতি হলেও, আবার তা কমে গেছে।” হাসপাতালে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে আছেন তার পুত্রবধূ শর্মিলা রহমান সিঁথি।