সাম্প্রতিক অগ্রগতি
,লেবাননের দক্ষিণাঞ্চলে রয়টার্সের ভিডিওগ্রাফার নিহত।
.ইসরাইল বলেছে, ট্যাঙ্কের সহযোগিতায় পদাতিক বাহিনী গাজায় স্থানীয়ভাবে অভিযান চালিয়েছে।
.হামাস কর্মকর্তা বলেছেন, “আমরা গাজার উত্তরাঞ্চলের এবং গাজা শহরের জনগণকে নিজেদের বাড়িতে থাকতে বলেছি।”
.ইসরাইলের সেনাবাহিনী বলেছে, উল্লেখযোগ্য সংখ্যক গাজাবাসী “নিজেদের বাঁচাতে” দক্ষিণ অভিমুখে চলে যাচ্ছে।
ইসরাইল বলেছে, শুক্রবার তাদের পদাতিক বাহিনী এবং ট্যাঙ্কগুলো, গাজা উপত্যকার অভ্যন্তরে অভিযান চালিয়েছে। এক সপ্তাহ আগে, ইসরাইলের দক্ষিণাঞ্চলে হামাস যোদ্ধারা মারাত্মক তাণ্ডব চালায়। এরপর, বিমান হামলা শুরু করে ইসরাইল। হামাসকে নিশ্চিহ্ন করে দেয়ার লক্ষ্যে, এক সপ্তাহ পর বিমান হামলা থেকে স্থল অভিযান শুরু করার বিষয়ে এটি হলো প্রথম ঘোষণা।
ইসরাইল ২৪ ঘণ্টার মধ্যে গাজা উপত্যকার উত্তরাঞ্চলের ১০ লাখের বেশি বাসিন্দাকে ওই অঞ্চল ছেড়ে যাওয়ার নির্দেশ দেয়।এর পর, শুক্রবার গাজার বহু বাসিন্দা ইসরাইলের আক্রমণ থেকে বাঁচতে বাড়ি ছেড়ে পালাতে শুরু করে। হামাস তাদেরকে এই অঞ্চল ছেড়ে না যেতে বলেছে।
এখানে উল্লেখ করা যেতে পারে যে যুক্তরাষ্ট্র ১৯৯৭ সালে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে । ইসরাইল, মিশর, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানও হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।