যুক্তরাজ্যঃ আক্রমণ আপাতত বন্ধের অর্থ রাশিয়া  সম্ভবত শীতের জন্য ক্ষেপণাস্ত্র সংরক্ষণ করছে

ইউক্রেনের কিয়েভের কাছে কাতিউঝাঙ্কায় ইউক্রেন সেনাবাহিনীর আঞ্চলিক প্রতিরক্ষার ২০৬ ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ভিতালি বারানভের শেষকৃত্য অনুষ্ঠিত হয় ১১ অক্টোবর।

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রক শুক্রবার জানিয়েছে, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার বিমান বাহিনীর দূরপাল্লার বিমান হামলা না চালানোর ২১ দিন পার হয়েছে।

এ বছরের শুরুতে মার্চ মাসের ৯ তারিখ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত রাশিয়া একই রকমভাবে বিমান হামলা করা থেকে বিরত থেকে ছিল। ব্রিটিশ মন্ত্রক বলছে, ইউক্রেনের জাতীয় স্থাপনাগুলোর উপরে শীতকালীন আক্রমণ অভিযানের পর অস্ত্রশস্ত্রের মজুদ কমে যাওয়ার জন্যই “সম্ভবত” ৫১ দিনের এই বিরতি।

তবে ব্রিটিশ মন্ত্রকের মতে, রাশিয়া তাদের এএস-টুয়েন্টি থ্রি ক্ষেপণাস্ত্রের “বিদ্যমান মজুদ সংরক্ষণ” করছে এবং বিরতির এই সময়টি তারা ব্যবহার করছে “ব্যবহারযোগ্য মজুদ” বাড়াতে যাতে ইউক্রেনের বিরুদ্ধে শীতকালে মারাত্মক হামলা চালাতে পারে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকিবৃহস্পতিবার তার প্রাত্যহিক ভাষণে বলেছেন, যেসব কোম্পানি রাশিয়ার জ্বালানী তেলের বৈশ্বিকভাবে নির্ধারিত মূল্যের সীমা লঙ্ঘন করেছে তাদের ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করেছে। তিনি বলেন, “রাশিয়ার ওপরে চাপ অব্যাহত রাখা এবং তাদেরকে যে কোনও জ্বালানী সম্পদের মাধ্যমে অর্থায়নে শক্তিশালী হয়ে উঠতে না দেওয়া” অত্যন্ত জরুরি।

রাশিয়ার এক কর্মকর্তারা বৃহস্পতিবার জানিয়েছেন, রাশিয়ার বেলগোরদ অঞ্চলে ইউক্রেনের একটি ড্রোন বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছে।

এই প্রতিবেদনের কিছু তথ্য নেওয়া হয়েছে এপি,এএফপি এবং রয়টার্স থেকে।