আফগানিস্তানে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি ত্রাণ সহায়তার ঘোষণা যুক্তরাষ্ট্রের

An Afghan girl cries in front of her house that was destroyed by the earthquake in Zindajan district in the Herat province of western Afghanistan, Oct. 11, 2023.

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি) আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে এক সপ্তাহে পরপর কয়েকটি ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য তাৎক্ষণিক মানবিক সহায়তা হিসেবে ১ কোটি ২০ লক্ষ ডলার সাহায্য ঘোষণা করেছে।

বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে ইউএসএআইডি জানিয়েছে, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত আফগানদের কাছে জরুরি অবস্থায় জীবন ধারণের মত সামগ্রী, রান্না ও পানি সংগ্রহ সামগ্রী, কম্বল, সোলার ল্যাম্প, কাপড় এবং অন্যান্য গৃহস্থালি সামগ্রীসহ জরুরি প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য এই তহবিল সহায়তা করবে।

তালিবান সরকার ও জাতিসংঘ বলছে, শনিবার হেরাত ও এর আশেপাশের এলাকায় ৬ দশমিক ৩ মাত্রার প্রথম ভূমিকম্প আঘাত হানার পর থেকে এ পর্যন্ত এক হাজারেরও বেশি মানুষ যাদের বেশীর ভাগ নারী ও শিশু প্রাণ হারিয়েছে এবং আরও অনেকে আহত হয়েছে।

আফগানিস্তানে নিযুক্ত যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি টম ওয়েস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ ইউএসএআইডি'র সহায়তার বিবরণ দিয়ে এক পোস্টে বলেন, “আমরা এই ভূমিকম্পে প্রাণহানির জন্য শোক প্রকাশ করছি এবং এই সংকট কাটিয়ে উঠতে আফগান জনগণের পাশে আমরা অবশ্যই আছি।”

যুক্তরাষ্ট্র এককভাবে আফগানিস্তানের বৃহত্তম মানবিক দাতা দেশ। ২০২১ সালের আগস্টের মাঝামাঝি সময়ে তালিবান ক্ষমতা দখলের পর থেকে যুক্তরাষ্ট্র আফগানদের জন্য প্রায় ২০০ কোটি ডলার মানবিক সহায়তা প্রদান করে এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সমস্ত আন্তর্জাতিক সৈন্য প্রত্যাহার করে নেয়।

ওদিকে আফগান রেড ক্রিসেন্ট শুক্রবার জানিয়েছে, হেরাতের সারারাত “প্রচণ্ড ঝড়ের” কারণে ভূমিকম্পকবলিত এলাকায় তারা সব ধরনের মানবিক সেবা বন্ধ করে দিয়েছে।