ভারতের অনলাইন নিউজ পোর্টাল নিউজক্লিক-এর সম্পাদকের বিরুদ্ধে দিল্লি হাইকোর্ট বহাল রাখল ইউএপিএ

ভারতের অনলাইন নিউজ পোর্টাল নিউজক্লিক-এর সম্পাদকের বিরুদ্ধে দিল্লি হাইকোর্ট বহাল রাখল ইউএপিএ

ভারতের অনলাইন ইংরেজি নিউজ পোর্টাল নিউজক্লিক-এর সম্পাদক প্রবীর পুরকায়স্থ এবং সংস্থার হিউম্যান রিসোর্স বিভাগের প্রধান অমিত চক্রবর্তীর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর বহাল রাখল ভারতের দিল্লি হাইকোর্ট। দিল্লি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে গ্রেফতারের যে অভিযোগ প্রবীর পুরকায়স্থ ও অমিত চক্রবর্তীর তরফে দায়ের করা হয়েছিল দিল্লির উচ্চ আদালত শুক্রবার ১৩ অক্টোবর তা খারিজ করে দিয়েছে।

দিল্লি হাইকোর্টের বিচারপতি তুষার রাও গেদেলা শুক্রবারের রায়ে বলেছেন, ধৃতকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারির কারণ জানাতে বলার কথা বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন বা ইউএপিএ- তে স্পষ্ট করা নেই। তাই পুলিশের পদক্ষেপকে ভুল বলা যাবে না। তবে পুলিশ সঙ্গে সঙ্গে জানালেই ভাল করত। বিচারপতি ইউএপিএ ধারায় মামলা বহাল রেখেছেন নিউজক্লিক সম্পাদকের বিরুদ্ধে।

বিচারপতির এই রায়ে ফৌজদারী আইন বিশেষজ্ঞদের বক্তব্য, ফৌজদারী দণ্ডবিধির বিধান, সুপ্রিম কোর্টের রায় ও মানবাধিকার কমিশনের সুপারিশ অনুযায়ী কারণ না জানিয়ে কাউকে গ্রেফতার করা যায় না। লিখিতভাবে কারণ জানানোই প্রচলিত ব্যবস্থা।

প্রবীর পুরকায়স্থদের তরফে দিল্লি হাইকোর্টে আরও অভিযোগ করা হয়েছিল যে দিল্লির নিম্ন আদালত তাদের আইনজীবীর বক্তব্য না শুনেই পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছিল। হাইকোর্ট এই অভিযোগকেও মান্যতা দেয়নি। নিম্ন আদালতের নির্দেশে প্রবীর পুরকায়স্থ এবং অমিত চক্রবর্তী বর্তমানে জেল হেফাজতে আছেন।