ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান শীর্ষ বৈঠকের আগে আলোচনার জন্য চীনে পৌঁছেছেন 

ফাইলঃ ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান যোসেপ বোরেল বৃহস্পতিবার চীনে পৌঁছেছেন। এ বছর একটি পরিকল্পিত শীর্ষ সম্মেলনের প্রাথমিক কাজগুলো সম্পন্ন করার সময় তিনি ইইউ-এর বৃহত্তম বাণিজ্য অংশীদারদের ব্লকের "ঝুঁকি মুক্ত" কৌশল পরিচালনার চেষ্টা করবেন।

ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার কয়েক দিন পরেই তিনি এই সফর করছেন। বোরেল ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে একটি জরুরি বৈঠকের আহ্বান জানান। চীন সব পক্ষকে “যুদ্ধবিরতি”র আহ্বান জানিয়েছে।"

এ বছরে দু'বার বোরেলের এই সফর স্থগিত করা হয়। আশা করা হচ্ছে এই আলোচনা শনিবার পর্যন্ত চলবে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সাথে আলোচনায় দ্বিপাক্ষিক সম্পর্ক, বৈশ্বিক চ্যালেঞ্জ এবং বাণিজ্যসহ বিভিন্ন বিষয় নিয়ে তারা আলোচনা করবেন বলে মনে করা হচ্ছে।

ইইউ বলছে, ইইউ-চীনের মধ্যকার সর্বসাম্প্রতিক এই উচ্চ পর্যায়ের সংলাপ চূড়ান্ত রূপ পাবে “চলতি বছরের আরও পরের দিকে ইউ-চীন শীর্ষ সম্মেলনে।”

বোরেল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (যার আগের নাম টুইটার) তার অ্যাকাউন্টে বলেন, “কেবলমাত্র চীনে এসেছি পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই'র সঙ্গে ইইউ-চীন কৌশলগত সংলাপে সহ-সভাপতিত্ব করার জন্য।”

তিনি আরও বলেন, “ইইউ-চীন সম্পর্ক, সরকারি কর্তৃপক্ষের সঙ্গে গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও বৈশ্বিক চ্যালেঞ্জ নিয়ে, বিশেষজ্ঞ ও ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে আলোচনার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সফর।”

গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ আগ্রাসনের পর থেকে ইইউ এবং চীনের মধ্যকার সম্পর্কে ব্যাপক টানাপোড়েন শুরু হয় কারণ বেইজিং ঐ অগ্রাসনের নিন্দা করা থেকে বিরত রয়েছে।