রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বিরল বিদেশ সফরে কিরগিজস্তানে পৌঁছেছেন

কিরগিজস্তানের প্রেসিডেন্ট সাদির জাপারভএবং রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন বিশকেকে তাদের আলোচনার আগে একটি স্বাগত অনুষ্ঠানে যোগ দেন।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমি পুতিনবৃহস্পতিবার এক বিরল বিদেশ সফরে কিরগিজস্তানে পৌঁছেছেন। এ বছরের প্রথম দিকে ইউক্রেনে যুদ্ধাপরাধের দায়ে রুশ নেতাকে আন্তর্জাতিক অপরাধ আদালতে দোষী সাব্যস্ত করা হয়।

পুতিন কিরগিজস্তানের প্রেসিডেন্ট সাদের জাপারভের সঙ্গে বৈঠক করেন এবং শুক্রবার তার কিরগিজস্তানের কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেটস শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ার কথা। ঐ শীর্ষ সম্মেলনে আজারবাইজান, বেলারুশ, কাজাখস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তানের নেতারাও যোগ দেবেন।

মস্কোর সাথে ইয়েরভানের সম্পর্কপারস্পরিক দোষারোপের কারণে অবনতি ঘটায় আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান ঐ সম্মেলনে অংশ নেবেন না।

এ বছরই প্রথমবারের মতো পুতিন রাশিয়া ও ইউক্রেনে রুশ নিয়ন্ত্রিত অঞ্চলের বাইরে সফর করেছেন। এ বছরের শুরুতে তিনি ইউক্রেনে রাশিয়ার আংশিক অধিকৃত অঞ্চলগুলো দোনেৎস্ক, লুহানস্ক ও খেরসন এবং অধিকৃত ক্রাইমিয়া উপদ্বীপপরিদর্শন করেন।

আইসিসি গত মার্চ মাসে ইউক্রেন থেকে শিশুদের নির্বাসনের অভিযোগে পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। যেসব দেশ রোম স্ট্যাটিউট বা সংবিধিতে স্বাক্ষর করেছে এবং অনুমোদন করে আইসিসি প্রতিষ্ঠা করেছে ঐ সব দেশের মাটিতে যদি রাশিয়ার নেতা পা রাখেন তবে তাকে গ্রেপ্তার করতে তারা বাধ্য।

এই পদক্ষেপের কারণে পুতিন আগস্ট মাসে দক্ষিণ আফ্রিকায় যে অর্থনৈতিক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় সেখানে তিনি যোগ দেননি। এই মাসের গোড়ার দিকে রোম সংবিধি আর্মেনিয়াঅনুসমর্থন করার পর আর্মেনিয়ার সাথে মস্কোর সম্পর্ক আরও খারাপ হয়ে যায়। আর্মেনিয়ার কর্মকর্তারা ক্রেমলিনকে আশ্বস্ত করার চেষ্টা করেছিলেন যে রুশ নেতা যদি তাদের দেশে যান তাহলে তাকে গ্রেপ্তার করা হবে না বলেও প্রতিশ্রুতি দিয়েছিলেন।

ক্রেমলিন অবশ্য বলেছে, রাশিয়া আইসিসির এখতিয়ারকে স্বীকৃতি দেয় না এবং পরোয়ানাটিকে বাতিল বলে মনে করে।