বৃহস্পতিবার ইসরাইল বলেছে, তাদের বাহিনী গাজা উপত্যকায় স্থল অভিযানের জন্য প্রস্তুতি নিচ্ছে। কিন্তু এই ধরনের আক্রমণের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
নেতানিয়াহু ভূমধ্যসাগরের ধারে ঘনবসতিপূর্ণ এলাকা গাজায় হামাসের ক্ষমতার অবসানের প্রতিজ্ঞা করেছেন যাতে জঙ্গিরা আর ইসরাইলকে হুমকি না দিতে পারে।
বাইডেন বলেন, তিনি বুধবার নেতানিয়াহুর সাথে আলাপ করেছেন। এটি সাম্প্রতিক সময়ে দুই নেতার মধ্যকার চতুর্থ ফোনালাপ।বাইডেন বলেন, নেতানিয়াহু এবং ইসরাইলের প্রেসিডেন্ট হারজোগের সাথে অনির্ধারিত একটি ফোনকলে কথা বলার সময় তারা তাকে জিজ্ঞেস করেছেন,”আপনি কেন এ সম্পর্কে এত গভীরভাবে অনুভব করছেন?”
বাইডেন বলেন, "এটি এই অঞ্চলের ব্যাপার নয়।" "আমি সত্যিই বিশ্বাস করি ইসরাইল না থাকলে বিশ্বের কোনো ইহুদি শেষমেষ নিরাপদ থাকবে না। এটিই একমাত্র চূড়ান্ত নিশ্চয়তা। একমাত্র চূড়ান্ত নিশ্চয়তা।"
গাজার জঙ্গিরা সেনা, পুরুষ,নারী, শিশু এবং বৃদ্ধসহ ইসরাইল থেকে আটক আনুমানিক ১৫০ জনকে জিম্মি করে রেখেছে। তাদের ভাগ্য অনেকাংশে অজানা। তাদের আত্মীয়স্বজনেরা টেলিভিশন সাক্ষাৎকারে তাদের মুক্তির জন্য অনুরোধ করেছে।
যুক্তরাষ্ট্র ১৯৯৭ সালে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। ইসরাইল, মিশর, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানও হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।
বুধবার বিকেলে গাজার একমাত্র পাওয়ার প্ল্যান্টের জ্বালানি ফুরিয়ে যায়। এই অঞ্চলে শুধুমাত্র জেনারেটর থেকে বিদ্যুৎ আসে। কিন্তু জেনারেটরও জ্বালানিতে চলে। জ্বালানির সরবরাহের অভাব রয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, সাতটি হাসপাতালে সরবরাহ শেষ হয়ে গেছে। ডক্টরস উইদাউট বর্ডারস জানিয়েছে, গাজার দুটি হাসপাতালে অস্ত্রোপচারের সরঞ্জাম,অ্যান্টিবায়োটিক,জ্বালানি এবং অন্যান্য সরবরাহ শেষ হয়ে গেছে।
ভয়েস অফ আমেরিকার আনিটা পাওয়েল এই প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন। এই প্রতিবেদনের কিছু তথ্য এপি,এএফপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।