ইসরাইল-এর সরকারের সঙ্গে ফিলিস্তিনপন্থী হামাস গোষ্ঠীর লড়াইয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন। তিনি আগেই জানিয়েছেন, ইসরাইল-এর এই কঠিন সময়ে ভারতের মানুষ দৃঢ়ভাবে তাদের পাশে আছেন।
নরেন্দ্র মোদী আরও জানিয়েছেন, ইসরাইল-এর প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তাকে ফোন করেছেন। প্রধানমন্ত্রী মোদী নিজের এক্স হ্যান্ডেল (পূর্ববর্তী ট্যুইটার)-এ নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথপোকথনের কথা জানান। সেখানে লেখেন, "ইসরাইল-এর প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ফোন করার জন্য ধন্যবাদ জানাই। উনি বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানিয়েছেন। ভারতের মানুষ এই কঠিন সময়ে দৃঢ়ভাবে ইসরাইল-এর পাশে আছে। ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে।"
শনিবার ৭ অক্টোবর হামাসের আচমকা আক্রমণের পর থেকে ইসরাইল-হামাস সংঘর্ষে উত্তেজনার পারদ ক্রমশ বাড়ছে। ইসরাইল-এর ওপর আচমকাই হামলা চালায় হামাস গোষ্ঠী। পাল্টা আক্রমণ করেছে ইসরাইল-ও। গাজা এখন তাদের দখলে। জল নেই, পর্যাপ্ত খাবার নেই, বিদ্যুৎ-গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন।
সংবাদমাধ্যম সূত্রে খবর, ইসরাইল-হামাস যুদ্ধে এখনও পর্যন্ত দেড় হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। চারপাশে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বহু জায়গা। বিশেষত গাজা। ইসরাইল হুমকি দিয়েছে, হামাস যদি পিছু না হটে গাজাকে পুরোপুরি ধ্বংস করে দেবে। এমন অবস্থায় জাতিসংঘ নিজেদের অবস্থান স্পষ্ট করেছে।
জাতিসংঘের প্রধান আন্তোনিও গুতেরেস বলেছেন, ইসরাইল-এর নিরাপত্তা সংক্রান্ত যে উদ্বেগ তার যথেষ্ট কারণ রয়েছে। কিন্তু সেইসঙ্গে এটাও ঠিক ইসরাইলকে আন্তর্জাতিক মানবিক আইন মেনেই সামরিক অভিযান চালাতে হবে।