বিশ্বকাপ ক্রিকেট: বাংলাদেশের বিপক্ষে বড় ব্যবধানে জিতলো ইংল্যান্ড

বাংলাদেশের বিপক্ষে বড় ব্যবধানে জিতলো ইংল্যান্ড

ভারতের ধর্মশালায়, আইসিসি বিশ্বকাপে সোমবার (১০ অক্টোবর) বাংলাদেশের বিপক্ষে বড় ব্যবধানে জয় পেয়েছে ইংল্যান্ড। চলমান বিশ্বকাপে, এটা ছিলো বাংলাশের দ্বিতীয় ম্যাচ। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৩৬৪ রানের বড় স্কোর করে ইংল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে ৪৮ ওভার ২ বলে, ২২৭ রান করে ১৩৭ রানের বড় ব্যবধানে হেরে যায় বাংলাদেশ।

ম্যাচে কাঙ্ক্ষিত সূচনা করতে হিমশিম খায় বাংলাদেশ। লিটন দাস উদ্বোধনী ওভারে তিনটি চার হাঁকালেও, পরের ওভারে টানা দুই বলে দুইটি উইকেট হারায় বাংলাদেশ।কোনো রান না নিয়ে মাঠ ছাড়েন নাজমুল হোসেন শান্ত। পরের দুই ব্যাটসম্যান সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজের পতন ঘটে স্বল্প সময়ের মধ্যেই।

অন্যদিকে, লিটন প্রশংসনীয় ৭৬ রান করে কিছুটা স্থিতি ফিরিয়ে আনেন। তবে, বাংলাদেশের জন্য কোনো বড় ভূমিকা রাখতে ব্যর্থ হয়। শেষ পর্যায়ে, মুশফিকুর রহিম ও তৌহিদ হৃদয় স্থিতিশীল জুটির লক্ষণ দেখালেও, সাফল্য আসেনি টাইগার-টিমের ঘরে। রিস টপলি ১০ ওভারে, ৪৩ রান দিয়ে ৪ উইকেট এবং ক্রিস ওকস ৮ ওভারে ৪৯ রানে ২ উইকেট নেন।

এর আগে, ডেভিড মালানের ১০৭ বলে ১৪০ রানের সুবাদে ইংল্যান্ড ৩৬৪ রান করে। এই স্কোর-এ ছিলো ১৬ টি চার ও ৫টি ছক্কা। জনি বেয়ারস্টো এবং জো রুট দুজনেই হাফ সেঞ্চুরি করেন। বাংলাদেশের হয়ে, মেহেদী হাসান ৪টি ও শরিফুল ইসলাম ৩টি উইকেট নেন।

আগামী ১৩ অক্টোবর চেন্নাইয়ে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।