২০২৩-এর এশিয়ান গেমসে একশ পদক নিশ্চিত করল ভারত

২০২৩-এর এশিয়ান গেমসে একশ পদক নিশ্চিত করল ভারত

২০২৩-এর এশিয়ান গেমসে ভারতীয় দলের ঐতিহাসিক সাফল্য নিশ্চিত হল। মোট ১০০টি পদক নিশ্চিত করলেন দেশের ক্রীড়াবিদরা। মোট ৯১টি পদক এখনই পেয়ে গিয়েছে ভারত। বাকি নয়টি পদকও নিশ্চিত। সোমবার ৮ অক্টোবর গেমসের সমাপ্তি। বাকি রয়েছে শনিবারের দিনটি। ওই দিনই নয়টি পদক ভারতীয় ক্রীড়াবিদরা পাবেন এমনটাই মনে করা হচ্ছে।

ভারতীয় ক্রীড়াবিদরা ২১টি সোনা, ৩৩টি রুপো ও ৩৭টি ব্রোঞ্জ পেয়ে গিয়েছেন। মোট ৯১টি পদক পেয়েছে। শনিবার যে ইভেন্টগুলি রয়েছে, তাতে বাকি নয়টি পদক আসবে। কারণ এই ইভেন্টগুলিতে পরাজিত হলেও ব্রোঞ্জ কিংবা রুপো পাবেন ক্রীড়াবিদরা।

এশিয়ান গেমসের এতদিনের ইতিহাসে ভারতের এককভাবে একশ পদক পাওয়ার নজির নেই। সবদিক থেকেই ভারতের কাছে চীনের গুয়াংজু গেমস স্মরণীয় হয়ে থাকল। ভারত গেমসের তালিকায় চারে রয়েছে। চীন, জাপান, কোরিয়ার পরেই।