বোমা হামলার অজ্ঞাতনামা হুমকির পর উচ্চ সতর্কতায় ফিলিপাইনের বিমানবন্দরগুলো

ফিলিপাইনের মেট্রো ম্যানিলায় প্যাসেতে নিনয় অ্যাকুইনো আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীরা; (ফাইল ফটো) ১ জানুয়ারি ২০২৩।

কয়েকটি পর্যটন হটস্পটসহ, ম্যানিলা থেকে ফিলিপাইনের বিভিন্ন শহরগামী বিমানগুলোতে বোমা বিস্ফোরণ হতে পারে; এমন একটি বেনামি হুমকি পাওয়ার পর, ফিলিপাইন তাদের সকল বাণিজ্যিক বিমানবন্দরে উচ্চ সতর্কতা জারি করেছে। শুক্রবার ফিলিপাইনের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ একথা জানায়।

ফিলিপাইনের সিভিল এভিয়েশন অথরিটি (সিএএপি) একটি মিডিয়া অ্যাডভাইজরিতে বলেছে, সারা দেশে ৪২টি বাণিজ্যিক বিমানবন্দরে “তাৎক্ষণিকভাবে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা” নেয়া হয়েছে। হুমকির সত্যতা যাচাই করা হচ্ছে বলেও জানায় সিএএপি।

হুমকির বিষয় জানিয়ে এয়ার ট্রাফিক সার্ভিস বিভাগে ই-মেইল পাঠানো হয়। জানানো হয়, রাজধানী ম্যানিলা থেকে দাভাও, বিকোল, পালাওয়ান এবং সেবুর মতো জনপ্রিয় পর্যটন এলাকাগামী ফ্লাইটগুলোতে বোমা বিস্ফোরণের হুমকি রয়েছে।

শুক্রবার বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা (এভিয়েশন রেগুলেটর) গণমাধ্যমের কাছে বুধবারের একটি স্মারক প্রকাশ করে। এতে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থাপকদের নিরাপত্তা জোরদার করার জন্য আদেশ দেয়া হয়েছে। ব্যাগের মালপত্রগুলো পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করতে এবং ইমেইল হুমকি পাওয়ার পর সার্বক্ষণিক নজরদারি চালানোর নির্দেশ দেয়া হয় ঐ স্মারকে।

স্মারকপত্রে একটি স্ক্রিনশট যুক্ত করা হয়। এটিকে সেখানে হুমকি বলে উল্লেখ করা হয়েছে।তবে, এতে “বোমা” শব্দটি ছিলো না; লেখা ছিলো , আজ ম্যানিলার আন্তর্জাতিক বিমানবন্দরে “একটি বিমান বিস্ফোরিত হবে” এবং “দয়া করে সাবধান হবেন।”

বেনামি ইমেইলে বলা হয়েছে, “সেবু,পালাওয়ান,বিকোল এবং দাভাতেও আঘাত করা হবে।”

পরিবহন মন্ত্রী জেইমি বাতিস্তা বলেছেন, ম্যানিলার আন্তর্জাতিক বিমানবন্দরের টহল বাড়ানো হয়েছে, সকল টার্মিনালে কে-নাইন ইউনিট মোতায়েন করা হয়েছে; আর, আইন প্রয়োগকারী সংস্থাগুলো নিবিড় সমন্বয়ের মাধ্যমে কাজ করছে।