ভারতে নতুন বিতর্কে জড়ালেন অস্কারজয়ী সঙ্গীতশিল্পী এ আর রহমান, করলেন মানহানির মামলা

ভারতের অস্কারজয়ী সঙ্গীতশিল্পী এ আর রহমান

চলতি বছরের সেপ্টেম্বর মাসে ভারতের দক্ষিণের রজ্য চেন্নাইয়ে একটি কনসার্টে তুমুল বিশৃঙ্খলার মুখে পড়েছিলেন ভারতের অস্কারজয়ী সঙ্গীতশিল্পী এ আর রহমান। প্রাথমিকভাবে দোষ চাপানো হয়েছিল তার উপরেই। যদিও পরে আয়োজকরা জানান, গোটা ঘটনার দোষ তাদেরই। কিন্তু বিতর্ক সহজে পিছু ছাড়ছে না এ আর রহমানের। এবার অগ্রিম টাকা নিয়ে অনুষ্ঠান না করার অভিযোগ উঠল তার বিরুদ্ধে। অভিযোগ, চিকিৎসকদের একটি অনুষ্ঠানের জন্য আগাম ২৯ লক্ষ টাকা দেওয়া হয়েছিল রহমানকে। কিন্তু টাকা নিয়েও সেখানে গরহাজির ছিলেন তিনি।

এদিকে গোটা ঘটনা অস্বীকার করে পাল্টা মানহানির মামলা করেছেন সঙ্গীতশিল্পীর টিম। ওই চিকিৎসকদের সংস্থার থেকে ১০ কোটি টাকা দাবি করেছেন তারা। রহমানের টিমের দাবি, মিথ্যা অভিযোগ করে এ আর রহমানের মতো শিল্পীকে অসম্মান করা হয়েছে। মনগড়া গল্প বানিয়ে অস্কারজয়ী শিল্পীকে অপমানের চেষ্টা করেছে ওই সংগঠন। তারপরেই মানহানির মামলা দায়ের করা হয় তাদের বিরুদ্ধে। একইসঙ্গে ক্ষতিপূরণ হিসাবে দাবি করা হয় ১০ কোটি টাকা। এই বিষয়ে এখনও কোনও মন্তব্য করেনি ওই সংগঠন।

উল্লেখ্য, গত ১০ সেপ্টেম্বর চেন্নাইয়ের ইস্ট কোস্ট রোডের আদিত্যরাম প্যালেস সিটিতে এ আর রহমানের কনসার্ট নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছিল। অস্কারজয়ী গায়কের লাইভ অনুষ্ঠান সামনে থেকে দেখার জন্য হাজির হয়েছিলেন হাজার হাজার জনতা। কিন্তু অভিযোগ, ন্যায্য টিকিট থাকা সত্ত্বেও সিট পাননি অনেকে। এই নিয়ে অনুষ্ঠানের সময় চরম বিশৃঙ্খলারও সৃষ্টি হয়েছিল। কেউ কেউ রেগে গিয়ে শো-এর টিকিটও ছিঁড়ে ফেলেন। গায়কের দিকেও এই অব্যবস্থা নিয়ে অভিযোগের আঙুল ওঠে।