পৃথিবীর সেপ্টেম্বর মাসের তাপমাত্রা ‘অভূতপূর্ব’, জানালেন বিজ্ঞানীরা

ফাইল-কালিফের নিউপোর্ট সৈকতে সূর্যাস্তের সময় ছাতার তলায় বিশ্রামরত এক ব্যক্তি। ১২ সেপ্টেম্বর,২০২৩।

গ্রীষ্মের রেকর্ড-ভাঙা দাবদাহের পর সেপ্টেম্বরে উষ্ণতা আরও খারাপের দিকে গেছে। স্বাভাবিক তাপমাত্রার যতটা উপরে ছিল এই উষ্ণতা, সে বিষয়ে নতুন মাইল ফলক স্থাপন করল পৃথিবী। ইউরোপীয় জলবায়ু সংস্থা বৃহস্পতিবার এমনটাই জানিয়েছে।

১৯৯১-২০২০ সালের সেপ্টেম্বরে গড়ে যে তাপমাত্রা ছিল গতমাসের তাপমাত্রা তার চেয়ে ০.৯৩ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। ইউরোপীয় মহাকাশ সংস্থা কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিসের রাখা নথি অনুযায়ী, ৮৩ বছরে এটাই তাপমাত্রার মাসিক গড়ের সর্বোচ্চ সীমা স্পর্শ করেছে।

কোপার্নিকাসের পরিচালক কার্লো বুয়োন্টেম্পো বলেন, “এটা সত্যিই অভূতপূর্ব ঘটনা। আমাদের নথিতে থাকা কোনও মাসে এমনটা কখনও দেখা যায়নি।”

জুলাই ও আগস্ট মাসে আর্দ্রতা ও তাপমাত্রার তীব্রতা বেশি ছিল কারণ ক্যালেন্ডারে এগুলি উষ্ণতর মাস। তবে, বিজ্ঞানীরা বলছেন, সেপ্টেম্বরে সবচেয়ে বড় ব্যতিক্রম বা স্বাভাবিকতা থেকে অনেকখানি বদল। উষ্ণায়িত বিশ্বে তাপমাত্রাগত ব্যতিক্রমগুলি বিশেষ গুরুত্বপূর্ণ উপাত্ত।

ইম্পেরিয়াল কলেজ অফ লন্ডনের জলবায়ু বিজ্ঞানী ফ্রেডারিক ওটো এক ই-মেইলে বলেন, “এটা আবহাওয়া সংক্রান্ত কোনও কাল্পনিক পরিসংখ্যান নয়। মানুষ ও পরিবেশের জন্য এটা মৃত্যুদণ্ড। এটা সম্পদ, পরিকাঠামো ও ফসল ধ্বংস করে দেবে।”

কোপার্নিকাস হিসেব করে দেখেছে যে, সেপ্টেম্বরে গড় তাপমাত্রা ছিল ১৬.৩৮ ডিগ্রি সেলসিয়াস। ২০২০ সালের সেপ্টেম্বর পর্যন্ত সমস্ত পুরনো রেকর্ড ভেঙে গিয়েছে এবার। আধ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে এই সময়কালে। জলবায়ু সংক্রান্ত রেকর্ডের ক্ষেত্রে এটি বড় রকমের বৃদ্ধি।