এশিয়ান গেমস: সোনা, রুপো জিতে ক্রমেই পদকের সেঞ্চুরির দিকে এগোচ্ছে ভারত

এশিয়ান গেমসে সোনা, রুপো জিতে ক্রমেই পদকের সেঞ্চুরির দিকে এগোচ্ছে ভারত

বুধবার এশিয়ান গেমসে পদক জয়ের দিক থেকে উল্লেখযোগ্য হয়ে রইল ভারতের জন্য। এশিয়ান গেমসে সোনা পেল ভারতীয় পুরুষ রিলে দল। গেমসে বুধবার ৪ অক্টোবর ৪০০X৪ মিটার দৌড়ে বাজিমাত করে ভারতের পুরুষ রিলে দল। আনাস মহম্মদ, জ্যাকব, আজমল মহম্মদ ও রাজেশ রমেশ ভারতকে সোনা এনে দেন। জাতীয় রেকর্ড ভেঙে তারা বুধবার রেস শেষ করেন ৩ মিনিট ০১.৫৮ সেকেন্ডে।

পাশাপাশি গেমসে রুপো পেলেন অ্যাথলিট হারমিলান বেইনস ৮০০ মিটারে। ৫০০০ মিটার দৌড়ে রুপো পেলেন অবিনাশ সাবলে।

সোনা জিততে পারলেন না ভারতের তারকা মহিলা বক্সার লভলিনা বরগোঁহাই। তিনি এশিয়ান গেমসের ৭৫ কেজি বিভাগে চীনের বক্সার কিয়ান লি-র কাছে হার মানলেন। লভলিনার এটাই প্রথম এশিয়ান গেমসে পদক।

লভলিনা রুপো জিতলেন। তিনি এর আগেই এশিয়ান গেমসের ফাইনালে উঠে প্যারিস অলিম্পিক্সের টিকিট অর্জন করেছিলেন।

বুধবার ভারতীয় সময় সকালে চলতি এশিয়ান গেমসে ১৬তম সোনার জেতে ভারত। তিরন্দাজির কম্পাউন্ড বিভাগের মিক্সড ইভেন্টে ভারতকে সোনা এনে দেন ওজেশ প্রবীণ দেওতলে ও জ্যোতি সুরেখা। প্রতিদ্বন্দ্বী কোরিয়ান জুটিকে মাত্র ১ পয়েন্টে হারিয়ে আসে এই সাফল্য।

হানঝাউ গেমসেও যে ভারতকে রোখা যাবে না, শুরু থেকেই দেখিয়ে দিয়েছেন অভিষেক ভার্মা, প্রবীণ, জ্যোতিরা। গেমসে এবার ভারতীয় ক্রীড়াবিদদের সাফল্য বেশ নজরকাড়া। ইতিমধ্যেই ৭১টি পদক জিতে গিয়েছেন তারা। আর ২৯টি পদক পেলেই সেঞ্চুরির ম্যাজিক ফিগারে পৌঁছে যাবে ভারত।