অনলাইন বেটিং চক্রে জড়িত থাকার সন্দেহে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলব অভিনেতা রণবীর কাপুরকে

হিন্দি সিনেমার জনপ্রিয় অভিনেতা রণবীর কাপুর।

ভারতের হিন্দি সিনেমার বর্তমান প্রজন্মের অন্যতম জনপ্রিয় অভিনেতা রণবীর কাপুর ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জেরার মুখে পড়তে চলেছেন। চলতি বছরের শেষে মুক্তি পেতে চলেছে তার নতুন সিনেমা 'অ্যানিম্যাল'। আগামী শুক্রবার অর্থাৎ ৬ অক্টোবর ইডি তথা এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট-এর জেরার মুখে পড়তে হবে তাকে। বুধবার ৪ অক্টোবর ইডি-র তরফ থেকে সমন পাঠানো হয়েছে রণবীরকে। সংবাদ সূত্রে জানা গেছে, একটি অনলাইন জুয়ার অ্যাপ-এর প্রচারের জন্য টাকা নিয়েছিলেন রণবীর। সেই সূত্রেই তাকে তলব করা হয়েছে।

ইডি সূত্রে খবর একটি অ্যাপ-এর বিজ্ঞাপনের জন্য চুক্তি হয়েছিল রণবীর কাপুরের সঙ্গে। সেই চুক্তি করেছিলেন মহাদেব বুক অ্যাপ প্রমোটার বলে একটি সংস্থা। শোনা যাচ্ছে তাদের থেকেই নগদ টাকা নিয়েছিলেন রণবীর। রণবীরের পাশাপাশি এই সংস্থাও রয়েছে ইডি-র নজরে। ইডি সূত্রে খবর শুধু রণবীরই নয়, এই সংস্থার সঙ্গে যোগাযোগের সূত্র ধরে বলিউডের আরও বহু নামজাদা ব্যক্তি সামনে আসতে পারেন।

সংবাদ সূত্রে খবর, এই অনলাইন জুয়া সংস্থা একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে ১১২ কোটি টাকা দিয়েছিল। এর মধ্যে হোটেল বুকিংয়ের জন্য খরচ হয় ৪২ কোটি টাকা। এই টাকা পুরোটাই নগদে দেওয়া হয়েছিল। ইডি সূত্রে খবর এই বেটিং চক্রের জাল শুধু মুম্বইতেই নেই, বরং ভূপাল, কলকাতা সহ আরও একাধিক জায়গায় বিস্তৃত।
ইডি কর্তাদের সন্দেহের তালিকায় রয়েছে মহাদেব বুক অ্যাপ প্রমোটার-এর মালিক সৌরভ চন্দ্রকর। সংবাদ সূত্রে জানা গেছে, তার বিয়েতে আনুমানিক ২০০ কোটি টাকা খরচ হয়েছিল। সেই বিয়েতে রণবীর কাপুর ছাড়াও সানি লিওন, টাইগার শ্রফ, নেহা কক্কর, রাহাত ফতে আলি খান, আতিফ আসলাম, এলি আব্রাম, কৃতি খারবান্দা, সুখবিন্দর সিং, আলি আসগর সহ আরও বহু তারকা ছিলেন এই তালিকায়। ফলে, সম্ভবত সকলকেই ইডির জেরার মুখোমুখি হতে হবে।