২০২৪-এ আসছে ভারতীয় রেলের বন্দে ভারত-এর স্লিপার কোচ, আর্টিস্ট ইম্প্রেশন প্রকাশ করলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী

২০২৪-এ আসছে ভারতীয় রেলের বন্দে ভারত-এর স্লিপার কোচ, আর্টিস্ট ইম্প্রেশন প্রকাশ করলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী।

বন্দে ভারত এক্সপ্রেস ভারতীয় রেলের যাত্রী পরিষেবার মানোন্নয়ন করেছে। মাত্র কয়েক দিন আগেই পূর্ব ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা থেকে নতুন দুটি বন্দে ভারত এক্সপ্রেস চালু হয়েছে। সেই দুই ট্রেনকেও দিল্লিতে বসে ভিডিও কনফারেন্সিং ব্যবস্থায় সবুজ পতাকা দেখিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পর্যবেক্ষকদের মতে, লোকসভা ভোটের আগে রেলের এই আধুনিকীকরণ ও যাত্রী স্বাচ্ছন্দ্য বাড়ানোর চেষ্টাকে পুঁজি করতে চাইছেন প্রধানমন্ত্রী।

ভারত এক্সপ্রেসের স্লিপার কোচের আর্টিস্ট ইমপ্রেশন

কেন্দ্র সরকারের সেই মনোভাব ও কাজের ধারা বজায় রেখে মঙ্গলবার ৩ অক্টোবর সন্ধেয় বন্দে ভারত এক্সপ্রেসের স্লিপার কোচের আর্টিস্ট ইমপ্রেশন পোস্ট করলেন কেন্দ্রের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণ। আর্টিস্ট ইমপ্রেশন মানে স্লিপার কোচ এই ধাঁচেই তৈরি হবে। রেলমন্ত্রী যে ছবি পোস্ট করেছেন, তা ভারতের যাত্রীদের কাছে যে মনোগ্রাহী হবে তা নিয়ে সন্দেহের অবকাশ নেই।
দূরপাল্লার স্লিপার কোচে যাত্রী স্বাচ্ছন্দ্য বাড়ানোর চেষ্টা গত কুড়ি বছর ধরে বার বার হয়েছে। কিন্তু দেখা যায়, কয়েকটি মাত্র ট্রেন ছাড়া বহুক্ষেত্রে যাত্রীদের অভিজ্ঞতা ভাল নয়। সেই তুলনায় প্রস্তাবিত বন্দে ভারতের স্লিপার কোচের ছবি কৌতুহল তৈরি করেছে।

ভারত এক্সপ্রেসের স্লিপার কোচের আর্টিস্ট ইমপ্রেশন

এমনিতেই নতুন বন্দে ভারত এক্সপ্রেসের কামরায় যাত্রী স্বাচ্ছন্দ্য আগের তুলনায় বাড়ানো হয়েছে। এক্সিকিউটিভ ক্লাসের সিট আরও বেশি রিক্লাইন করা যাচ্ছে। সেই সঙ্গে সিটের রঙও বদলে নীল করা হয়েছে। ট্রেনে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, লাইটিং, বাথরুম ইত্যাদি সবেতেই সুবিধা ও স্বাচ্ছন্দ্য বাড়ানো হয়েছে।

ভারত এক্সপ্রেসের স্লিপার কোচের আর্টিস্ট ইমপ্রেশন

স্লিপার কোচ চালু হলে শুরুতে পশ্চিমবঙ্গ এ ধরনের কোনও নতুন ট্রেন পায় কিনা সেটাই দেখার।