বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছে নেপালের সংসদীয় প্রতিনিধি দল

বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছে নেপালের সংসদীয় প্রতিনিধি দল

বাংলাদেশ সফরে এসেছে নেপালের একটি উচ্চ পর্যায়ের সংসদীয় প্রতিনিধি দল। সোমবার (২ অক্টোবর) প্রতিনিধি দলের সদস্যরা ঢাকায় পৌঁছান। মঙ্গলবার (৩ অক্টোবর) নেপালের প্রতিনিধি দলটি ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করে। এ সময় তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

নেপালের প্রতিনিধি দলের সদস্যরা বলেন যে বঙ্গবন্ধুর মতো দূরদর্শী নেতা পেয়ে বাংলাদেশের জনগণ সৌভাগ্যবান। প্রতিনিধি দলের সদস্যরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন।

প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন নেপাল পার্লামেন্টের কৃষি, সমবায় ও প্রাকৃতিক সম্পদ কমিটির চেয়ারপার্সন ড. আরজু রানা। ১১ সদস্যের প্রতিনিধি দল, বাংলাদেশের কৃষি সংশ্লিষ্ট প্রকল্প দেখতে এবং কয়েকজন মন্ত্রীর সঙ্গে দেখা করতে তারা বাংলাদেশ সফর করছেন।