মেক্সিকোর উত্তরাঞ্চলে রবিবার জনসমাবেশের সময় একটি গির্জার ছাদ ভেঙে পড়ে। এই ঘটনায় অন্তত দশজন নিহত হয় এবং আহত হয় প্রায় ৫০ জন। এমনটাই জানিয়েছে কর্তৃপক্ষ। অনুসন্ধানকারীরা শেষ রাতের দিকে জীবিত ও অন্যান্য পীড়িতদের খুঁজতে তল্লাশি চালান।
কর্মকর্তারা জানিয়েছেন, ছাদ ধসে পড়ায় আনুমানিক ৩০ জন যাজক ধ্বংসস্তুপে আটকে পড়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। ছাদের কড়িবরগার নীচ দিয়ে হামাগুড়ি দিয়ে ঢুকেছেন সন্ধানকারীরা এবং সম্ভাব্য জীবিতদের খোঁজার সুবিধার্থে কুকুর এনেছিলেন কর্মকর্তারা।
তামাউলিপাস প্রদেশ পুলিশ জানিয়েছে, গির্জা ভেঙে পড়ার সময় প্রায় ১০০ জন এর মধ্যে ছিলেন।
দেশের নিরাপত্তা বিষয়ক মুখপাত্রের দফতর রবিবার জানিয়েছে, এই ধসে নয়জন নিশ্চিতভাবেই মারা গেছে। এই দুর্ঘটনার কারণ হিসেবে তারা “পরিকাঠামোগত ত্রুটি”র সন্দেহ করে।
তামাউলিপাস প্রদেশ পুলিশ বলেছে, জাতীয় রক্ষী বাহিনীর কয়েকটি দল, প্রদেশ পুলিশ, প্রাদেশিক সিভিল প্রতিরক্ষা দফতর ও রেড ক্রস এই উদ্ধার অভিযানে অংশ নিয়েছে।
মেক্সিকোর বিশপ পরিষদ একটি বিবৃতি জারি করে বলেছে, "এই মর্মান্তিক প্রাণহানির ঘটনায় যারা নিহত ও আহত হয়েছে তাঁদের জন্য আমরা প্রার্থনা করব।"
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের মধ্যে তিনজনই শিশু। এই গির্জায় ব্যাপটিজম অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সেই কারণেই হয়ত এতগুলো তরুণ প্রাণ চলে গেছে।