স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “এ বিষয়ে যেহেতু আইনি জটিলতা রয়েছে, তাই সেই পত্র আমি আইন মন্ত্রণালয় পাঠানো হয়েছিলো তাদের মতামতের জন্য। মতামত যা এসেছে, তা বোধহয় তাদের (খালেদা জিয়ার পরিবার) পক্ষে আসেনি। এটা দেয়া সম্ভব নয় বলে আইন মন্ত্রণালয় থেকে আমাদের জানিয়েছে।”
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান বলেন, “এখন আমাদের আর কিছু করণীয় নেই বলে আমি মনে করছি।” সিদ্ধান্ত কি খালেদা জিয়ার পরিবারকে জানিয়ে দেয়া হবে; জানতে চাইলে তিনি বলেন, “তারা যদি জানতে চান আমরা অবশ্যই জানিয়ে দেবো। তবে, ইতোমধ্যেই তিনি জেনে গেছেন।”
বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “তাদের কোনো কিছু জানার থাকলে, কথা বলতে পারেন। কিন্তু , সিদ্ধান্ত পরিবর্তন করার সুযোগ এই মুহূর্তে আমাদের কাছে নেই।”
খালেদা জিয়ার মুক্তি নিয়ে ভুল ব্যাখ্যা দিচ্ছে সরকার: মির্জা ফখরুল
এদিকে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে খালেদা জিয়ার মুক্তির বিষয় নিয়ে ভুল ব্যাখ্যা দিচ্ছে সরকার।সোমবার (২ অক্টোবর) বিকেলে নয়া পল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে তিনি এ কথা বলেন।জাতীয়তাবাদী কৃষক দল এ সমাবেশের আয়োজন করে।
বিএনপি মহাসচিব বলেন, “এই বোধহীন সরকার বেগম খালেদা জিয়াকে গৃহবন্দী করে রেখেছে। তাঁর মুক্তি নিয়ে ভুল ব্যাখ্যা দিচ্ছে।এরা জানে বেগম খালেদা জিয়া মুক্ত হলে, চিকিৎসা করে সুস্থ হলে, তাদের ক্ষমতার মসনদ ভেঙ্গে পড়বে।”
মির্জা ফখরুল বলেন, “খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে নানা অজুহাত দেখানো হচ্ছে। যখন তিনি (প্রধানমন্ত্রী) কানের চিকিৎসা নিয়েছেন, তখন কি কোনো অজুহাত ছিলো? খালেদা জিয়া সুস্থ হোক, এরা চায় না। এরা সব কিছু দখল করে রেখেছ। তারা কোনো বিরোধী দল চায় না। তারা সব নিজেদের মত করে লুটে নিচ্ছে।”