দুষ্কৃতকারীদের সহিংসতা মোকাবিলায় সামরিক বাহিনীর দিকে ঝুঁকলেন সুইডেনের নেতা

স্টকহোমের দক্ষিণে জর্ডব্রো এলাকায় এক ব্যক্তি গুলির আঘাতে নিহত ও অপর একজন আহত হওয়ার পর ঘটনাস্থলে দাঁড়িয়ে আছেন পুলিশের সদস্যরা (২৮ সেপ্টেম্বর, ২০২৩)

সুইডেনের প্রধানমন্ত্রী বৃহস্পতিবার জানান, কীভাবে সশস্ত্র বাহিনী পুলিশকে নজিরবিহীন পর্যায়ের অপরাধের প্রচন্ডতা মোকাবিলা করতে সহায়তা করতে পারে, তা আলোচনার জন্য সামরিক বাহিনীর প্রধানকে তিনি ডেকে পাঠিয়েছেন। প্রায় প্রতিদিনের গোলাগুলি ও বোমা হামলার ঘটনায় দেশের মানুষ হতবিহবল হয়ে পড়ছেন।

সুইডেনে অপরাধ দমনে সামরিক বাহিনীকে সম্পৃক্ত করার বিষয়টি অত্যন্ত অস্বাভাবিক উদ্যোগ হবে। এতে অপরাধী চক্রের একে অপরের বিরুদ্ধে পরিচালিত সহিংসতার ভয়াবহ পরিস্থিতি ফুটে উঠেছে। এ মাসেই তরুণ-তরুণী ও নিরীহ পথচারী সহ দেশজুড়ে এক ডজনেরও বেশি মানুষ সহিংসতায় প্রাণ হারিয়েছেন।

সামরিক বাহিনী ঠিক কতটুকু সম্পৃক্ত হবে, তা তাৎক্ষনিকভাবে পরিষ্কার হয়নি। তবে পূর্ববর্তী প্রস্তাবে সেনাদের পুলিশের কাছ থেকে প্রহরার দায়িত্ব বুঝে নেওয়ার কথা বলা হয়েছে, যাতে পুলিশ অপরাধ-দমনে আরও বেশি সময় দিতে পারে।

টিভিতে প্রচারিত দেশবাসীর উদ্দেশে দেওয়া বক্তব্যে ক্রিসটারসন বলেন, “সুইডেন কখনো এ ধরনের কিছু এর আগে দেখেনি। ইউরোপের আর কোনো দেশও এ ধরনের কিছুর মধ্য দিয়ে যাচ্ছে না।”

সুইডেনে দীর্ঘদিন ধরে অপরাধ চক্রদের একে অপরের বিরুদ্ধে সহিংসতার ধারা চলে আসছে। তবে সেপ্টেম্বরে গোলাগুলি ও বোমা হামলার মাত্রা ছিল ব্যতিক্রমী। রাতভর, পৃথক পৃথক হামলায় ৩ ব্যক্তি নিহত হন। এই ঘটনাগুলোকে অপরাধী চক্রের সঙ্গে সংশ্লিষ্ট বলে অভিযোগ রয়েছে। এসব চক্র সামাজিকভাবে দুর্বল অবস্থায় থাকা অভিবাসী-প্রধান মহল্লা থেকে তরুণ-তরুণীদের মধ্য থেকে সদস্য সংগ্রহ করে থাকে।