নিজারের জান্তা বলছে জঙ্গি হামলায় কয়েক ডজন সৈন্য নিহত

ফ্রাঙ্কো-বেনিনের রাশিয়াপন্থী কর্মী কেমি সেবা ২৮ সেপ্টেম্বর নিজারের নিয়ামিতে এক সমাবেশে ফরাসি সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়ে নিজারের জান্তার সমর্থকদের সাথে কথা বলেছেন।

পশ্চিম আফ্রিকার দেশ নিজারের প্রতিরক্ষা মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, নিজারের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বৃহস্পতিবার সকালে মোটরসাইকেলে করে আসা কয়েক’শ সশস্ত্র বিদ্রোহীর হামলায় অন্তত ১২জন সৈন্য নিহত হয়েছে।

ঐ বিবৃতিতে বলা হয়, সংঘর্ষের সময় সাতজন সেনা নিহত হয়। হামলার শিকার ইউনিটটিকে শক্তিশালী করার প্রচেষ্টা চালানোর সময় আরও পাঁচজন নিহত হয়।

রাজধানী নিয়ামে থেকে প্রায় ১৯০ কিলোমিটার দূরে মালি, বুরকিনা ফাসো ও নিজার এই তিনটি দেশের অভিন্ন সীমান্ত অঞ্চলের কাছাকাছি কান্দাদজিতে এই হামলা হয়।

বৃহস্পতিবার নাম প্রকাশে অনিচ্ছুক এক উর্দ্ধতন সামরিক কর্মকর্তাসহ তিনটি সূত্র রয়টার্সকে জানায় যে অন্তত ১০ জন সেনা নিহত হয়েছে। ঐ হামলায় কোন গোষ্ঠী দায়ী তা প্রতিরক্ষা মন্ত্রক বা কোনো সূত্র জানাতে পারেনি। আল-কায়েদা এবং ইসলামিক স্টেটের স্থানীয় সহযোগীরা ঐ অঞ্চলে সক্রিয় এবং প্রায়ই তারা সৈন্য ও বেসামরিক নাগরিকদের উপরে আক্রমণ চালিয়ে থাকে।

প্রতিরক্ষা মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, প্রায় শতাধিক বিদ্রোহী নিহত হয়েছে এবং তাদের মোটরসাইকেল ও অস্ত্র ধ্বংস করা হয়েছে। তারা এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।

নিজারে জুলাই মাসে একটি অভ্যুত্থানের মাধ্যমে সামরিক জান্তা ক্ষমতা দখল করে রাষ্ট্র পরিচালনা করছে এবং সে কারণে আংশিকভাবে অসন্তোষ বাড়ায় নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটেছে। গত তিন বছরে প্রতিবেশী দেশ মালি ও বুরকিনা ফাসোতে দুটি করে অভ্যুত্থান হয়েছে।