কর ফাঁকির দায়ে জলবায়ু কর্মীকে কারাদণ্ড দিল ভিয়েতনামের আদালতঃ আইনজীবী

ফাইল-ভিয়েতনামের হ্যানয়ে সেন্ট জোসেফ ক্যাথেড্রালের সামনে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত এক ধর্মঘটে বিক্ষুব্ধদের প্রতিবাদ। ২৭ সেপ্টেম্বর, ২০১৯।

কর ফাঁকির দায়ে এক শীর্ষস্থানীয় জলবায়ু কর্মীকে বৃহস্পতিবার হাজতে পাঠাল ভিয়েতনামের এক আদালত। দেশের কমিউনিস্ট সরকার কোনো পরিবেশবিদকে কারাদণ্ড দেবার এটি সর্বসাম্প্রতিক ঘটনা।

হো চি মিন শহরের আদালত হোয়াং থি মিন হং-কে তিন বছরের কারাদণ্ড দিয়েছে। তাঁর পরিবেশ সংক্রান্ত প্রচার গোষ্ঠী ‘চেঞ্জ’ ২,৭৫,০০০ ডলার কর ফাঁকি দিয়েছে বলে এই শাস্তি। এএফপি-কে এমনটাই জানিয়েছেন তাঁর আইনজীবী এনগুয়েন ভ্যান তু।

ভিয়েতনামের কর্তৃত্ববাদী সরকার কর্মীদের উপর দমনপীড়নমূলক পদক্ষেপ নিচ্ছে। গত দুই বছরে কর ফাঁকির দায়ে জেল হওয়া পরিবেশ কর্মীদের মধ্যে ৫০ বছর বয়সী এই নারী অন্তত পঞ্চম।

তাঁর স্বামী হোয়াং ভিন হাম এএফপি-কে বলেন, এই রায়ে তিনি “হতাশ”।

তিনি আরও বলেন,"হোয়াং-কে আজ যে সাজা দেওয়া হল তা অতিরিক্ত।"

"আমার মনে হয়, হোয়াং-এর সঙ্গে অন্যায় করা হল। প্রতিবাদী আইনজীবী তাঁর সর্বোচ্চটা করেছেন, কিন্তু তাঁর যুক্তি যথাযথভাবে বিবেচনা করা হয়নি।"

রাষ্ট্রীয় মিডিয়া অভিযোগের উদ্ধৃতি দিয়ে বলেছে, ২০১২ থেকে ২০২২ সাল পর্যন্ত ‘চেঞ্জ’ যে রাজস্ব আয় করেছে এটি সেই সংক্রান্ত মামলা।

এই মিডিয়া আরও জানিয়েছে, হং অভিযোগ স্বীকার করেছেন এবং তিনি সপরিবারে ১,৪৫,০০০ ডলার দেশকে ফিরিয়ে দিয়েছেন যাতে তাঁদের সঙ্গে নমনীয় আচরণ করা হয়।

জলবায়ু পরিবর্তন, অবৈধ বণ্যপ্রাণী পাচার ও দূষণসহ পরিবেশ সংক্রান্ত নানা বিষয়ে পদক্ষেপ নিতে ভিয়েতনামী, বিশেষ করে তরুণদের সক্রিয় করার জন্য ‘চেঞ্জ’ প্রতিষ্ঠা করেছিলেন হং।

তবে, গত বছর আচমকা তিনি এই সংগঠন বন্ধ করে দেন। কর ফাঁকির দায়ে চারজন পরিবেশ ও মানবাধিকার কর্মীকে জেলে পাঠানোর পর এই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।