ইরানের ড্রোন আহরণ নেটওয়ার্ককে লক্ষ্যবস্তু করেছে যুক্তরাষ্ট্র, রাশিয়াকে সাহায্য করার অভিযোগ

ফাইল- ইরানের সেনাবাহিনীর ২৪ আগস্ট ২০২২ ‘এ প্রকাশিত এই ছবিতে ইরানে ড্রোনগুলো উত্ ক্ষেপণের জন্য প্রস্তুত।

বুধবার যুক্তরাষ্ট্র একটি নেট্ওয়ার্কের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে । তারা বলছে এই নেটওয়ার্ক ইরানের ড্রোন কর্মসূচির কিছু জরুরি অংশ পেতে সাহায্য করছিল এবং মস্কোর র ইউক্রেন আগ্রাসনকে সমর্থন করতে তেহরান তাদের ড্রোন সরবরাহ করছে।

যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে যে নেট্ওয়ার্কটি ইসলামিক রেভ্যুলিউশানারী গার্ড কোরের সহায়তায় চালান দেয়া এবং আর্থিক লেনদেনকে সহজতর করেছে যাতে ইরানের শাহেদ -ওয়ান থার্টিসিক্স ড্রোনের গুরুত্বপূর্ণ অংশ আহরন করা যায়।

ইরানের উপর একাধারে নিষেধাজ্ঞা আরোপের এটি সর্বসাম্প্রতিক ঘটনা। অর্থ বিভাগ জানিয়েছে বুধবারের এই নিষেধাজ্ঞার লক্ষ্য হচ্ছে ইরান, তুরস্ক,চীন এবং সংযুক্ত আরব প্রজাতন্ত্র।

অর্থ বিভাগের কর্মকর্তা ব্রায়ান ণেলসন এক বিবৃতিতে বলেছেন “ইরানের তৈরি ইউ-এ-ভি ইউক্রেনে রুশ আক্রমণের গুরুত্বপূর্ণ অস্ত্র হয়ে রয়েছে যা কীনা ইউক্রেনের নাগরিকদের সন্ত্রস্ত করে রাখে এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলির উপর আক্রমণ চালায়।