যুদ্ধবিধ্বস্ত সুদানে ডেঙ্গু জ্বরে শতাধিক মানুষের মৃত্যু, জানিয়েছেন চিকিৎসকরা

সুদানের পূর্বাঞ্চলীয় গেদারেফ রাজ্যে ডেঙ্গু জ্বর পরীক্ষা করার জন্য একটি মেডিকেল ল্যাবরেটরিতে মানুষ লাইনে দাঁড়িয়ে আছে, ২২ সেপ্টেম্বর, ২০২৩।

যুদ্ধবিধ্বস্ত সুদানে ডেঙ্গু জ্বর ও তীব্র ডায়রিয়ার প্রাদুর্ভাবে “শত শত মানুষ” মারা গেছে বলে সোমবার জানিয়েছেন চিকিৎসকরা। এর “ভয়াবহ বিস্তার" দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যেতে পারে বলে সতর্ক করেছেন তারা।

এক বিবৃতিতে সুদানের চিকিৎসক ইউনিয়ন আরও সতর্ক করে দিয়ে বলেছে, ইথিওপিয়ার সীমান্তে অবস্থিত দক্ষিণ-পূর্বাঞ্চলীয় গেদারেফের স্বাস্থ্য পরিস্থিতির “ভয়াবহ হারে অবনতি ঘটছে”।

নিয়মিত সেনাবাহিনী এবং আধাসামরিক র‍্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) মধ্যকার নৃশংস যুদ্ধের প্রত্যক্ষ প্রভাব থেকে গেদারেফ রক্ষা পেলেও, ব্যাপক হারে বাস্তুচ্যুতি এবং অন্যান্য মানবিক সংকট থেকে মুক্তি মিলেনি।

জাতিসংঘ জানিয়েছে, যুদ্ধের পাঁচ মাসের বেশি সময় পেরিয়ে গেলেও সুদানের ৮০ শতাংশ হাসপাতাল বন্ধ হয়ে আছে।

যুদ্ধের আগেও, দেশটির ভঙ্গুর স্বাস্থ্যসেবা ব্যবস্থা জুন থেকে শুরু হওয়া বর্ষা মৌসুমের ম্যালেরিয়ার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ করতে লড়াই করে চলেছে। এর সাথে যুক্ত হয়েছে ডেঙ্গু।

জাতিসংঘের তথ্য মতে, এই বছর ২ লক্ষ ৫০ হাজারেরও বেশি বাস্তুচ্যুত মানুষকে আশ্রয় দেয়া গেদারেফের সংকট আরও বৃদ্ধি পেয়েছে।