ইরানের শীর্ষ কূটনীতিকের ওয়াশিংটন সফরের অনুরোধ প্রত্যাখ্যান করল যুক্তরাষ্ট্র

ফাইল ছবি- ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আবদুল্লাহিয়ান ইরানের রাজধানী তেহরানে এক সংবাদ সম্মেলনে কথা বলছেন। (রয়টার্সের মাধ্যমে ওয়েস্ট এশিয়া নিউজ এজেন্সি)

গত সপ্তাহে ওয়াশিংটন সফরের জন্য ইরানের পররাষ্ট্রমন্ত্রীর অনুরোধ প্রত্যাখ্যান করে যুক্তরাষ্ট্র সোমবার বলেছে, দেশটি আমেরিকান নাগরিকদের অতীতে আটকসহ তেহরানের রেকর্ড নিয়ে উদ্বিগ্ন।

পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আবদুল্লাহিয়ান নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শেষে ইরানের কনস্যুলার পরিদর্শন করতে চেয়েছিলেন বলে জানা গেছে।

পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র ম্যাথিউ মিলার সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করে বলেন, “ইরান ও বিদেশি সরকারের অন্যান্য কর্মকর্তাদের জাতিসংঘের ইস্যুতে নিউইয়র্ক যাওয়ার অনুমতি দেয়ার বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু তাদের ওয়াশিংটন ডিসিতে যাওয়ার অনুমতি দেওয়ার কোনো বাধ্যবাধকতা আমাদের নেই।”

ইরান গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের পাঁচ নাগরিককে বন্দী বিনিময়ের মাধ্যমে দেশ ত্যাগের অনুমতি দেয়। যুক্তরাষ্ট্র সেই সাথে দক্ষিণ কোরিয়া থেকে জব্দ করা ৬০০ কোটি ডলারের ইরানি তহবিল কাতারের একটি অ্যাকাউন্টে স্থানান্তরের ব্যবস্থা করে দেয়।

গত ১৪ বছরের মধ্যে এটাই ইরানের কোনো পররাষ্ট্রমন্ত্রীর প্রথম সফর হতে যাচ্ছিল।