প্রতিরক্ষা আলোচনা করতে কেনিয়ায় প্রতিরক্ষা মন্ত্রী অস্টিন

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী লয়েড জে অস্টিনকে (ডানে) ২০২৩ সালের ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর কমান্ডিং অফিসার ক্যাপ্টেন সুজান ক্রাউস কেনিয়ার জিবুতি ক্যাম্প লেমননিয়ারে স্বাগত জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন নিরাপত্তা এবং সন্ত্রাস দমন বিষয়ে প্রতিরক্ষা কর্মকর্তাদের সাথে আলোচনার জন্য সোমবার কেনিয়া সফর করেছেন।

প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে আফ্রিকা মহাদেশে তার প্রথম সফরের অংশ হিসেবে রবিবার জিবুতিতে সোমালিয়ার প্রেসিডেন্ট হাসান শেখ মোহামুদের সাথে সাক্ষাৎ করেন অস্টিন। এর আগে আফ্রিকায় যুক্তরাষ্ট্রের প্রাথমিক ঘাঁটি স্থাপন এবং চরমপন্থী গোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধে সোমালিয়াকে সমর্থন করার জন্য অস্টিন জিবুতির প্রেসিডেন্ট এবং প্রতিরক্ষা মন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন এবং তাদের ধন্যবাদ জানান।

সোমালিয়ার কুলবিওতে একটি সামরিক ব্যারাকে এক অস্ত্র হামলায় যুক্তরাষ্ট্রের একজন ঠিকাদার এবং একজন অংশীদার বাহিনীর সদস্য আহত হওয়ার দুইদিন পর অস্টিন এবং মোহামুদের মধ্যে বৈঠকটি সংঘটিত হয়। একজন সিনিয়র প্রতিরক্ষা কর্মকর্তা ভয়েস অফ আমেরিকাকে একথা জানান।

এই মাসের শেষ নাগাদ সোমালিয়া থেকে আফ্রিকান ইউনিয়নের তিন হাজার সেনা প্রত্যাহার করা হবে বলে আশা করা হচ্ছে। আগামী বছরের শেষ নাগাদ আফ্রিকান ইউনিয়নের সমস্ত সেনা প্রত্যাহার করে নেয়া হবে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কর্মকর্তারা বলছেন, গত মাসে ভাগনার গ্রুপের নেতার মৃত্যুর পর যুক্তরাষ্ট্র ঐ গ্রুপের উল্লেখযোগ্য সংখ্যক বাহিনীকে প্রত্যাহার করতে দেখেনি।

ভয়েস অফ আমেরিকার হারুন মারুফ এবং ওলাদ হাসান এই প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন।