যুক্তরাষ্ট্র ২-০ গোলে সোমবার দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করেছে এবং সেই সঙ্গে বিজয়মুখর বিদায় সংবর্ধনা পেলেন মেগান রেপিনো।
এই ম্যাচে ট্রিনিটি রডম্যান ও এমিলি সনেট গোল করেন। যুক্তরাষ্ট্র তাদের অধিনায়ককে জাতীয় দলের সদস্য হিসেবে শেষ ম্যাচে জয়ের মাধ্যমে অবসরে পাঠাল।
খেলায় জয় লাভের আগে ৩৮ বছর বয়সী রেপিনোকে ফ্রেমে বাঁধানো জার্সি উপহার দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের হয়ে তিনি ২০৩টি খেলায় মাঠে নেমেছেন। উপস্থিত দর্শকদের বাঁধভাঙা উল্লাসে তিনি হাত নাড়েন।
১৮ মিনিটের মাথায় অ্যালেক্স মর্গানের ক্রস থেকে জালে বল জড়িয়ে দিয়ে রডম্যান যুক্তরাষ্ট্রকে বাড়তি আনন্দ উপহার দেন। রেপিনোই তাঁকে প্রথম জড়িয়ে ধরেন।
৪৯ মিনিটে হেড দিয়ে গোল করে খেলা ২-০ করে দেন সনেট। এবং তারপরেই লাফ দিয়ে উঠে পড়েন রেপিনোর কোলে। রেপিনোও একটি গোল প্রায় করে ফেলেছিলেন, কিন্তু তাঁর ফ্রি-কিক গোলপোস্টের খানিকটা উপর দিয়ে বেরিয়ে যায়। ৫৪ মিনিটে দর্শকদের দাঁড়িয়ে অভ্যর্থনার মাধ্যমে শেষ বারের মতো তিনি আন্তর্জাতিক মঞ্চ ত্যাগ করেন। সহ-খেলোয়াড়দের তিনি জড়িয়ে ধরেন, চুম্বন করেন এবং দর্শকদের উদ্দেশে চুম্বন ছুঁড়ে দেন। মাথা ঝুঁকিয়ে অভিবাদন জানান।
জুলাই মাসে রেপিনো ঘোষণা করেছিলেন যে তিনি অবসর নিচ্ছেন। তাঁর উজ্জ্বল খেলা-জীবনের মধ্যে রয়েছে দুইবার বিশ্বকাপ শিরোপা জয়, অলিম্পিকে সোনা ও ব্রোঞ্জের পদক এবং অসংখ্য জয়। দুই পা জড়ো করে, হাত তুলে, আকর্ণ হাসি মুখে তিনি দাঁড়িয়েছিলেন। সমান বেতন ও সামাজিক ন্যায়ের জন্য লড়াইকে তিনি মাঠের বাইরে এনেছিলেন তিনি। ব্যবহার করেছিলেন নিজের মঞ্চকে।
গত কয়েক সপ্তাহে তিনি বারবার আবেগপ্রবণ হয়ে পড়ছিলেন।