বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নিতে কিছু আইনি জটিলতা রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রবিবার (২৪ সেপ্টেম্বর) সচিবালয়ে তার দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। বলেন, “ এ বিষয়ে আদালতের অনুমোদন প্রয়োজন হতে পারে।”
আসাদুজ্জামান খান কামাল বলেন, “তাকে বিদেশে যাওয়ার অনুমতি দেয়ার ক্ষেত্রে কিছু আইনি জটিলতা রয়েছে এবং আমাদের মন্ত্রণালয়ের এ বিষয়ে কিছু করার নেই, কারণ এটা আদালতের এখতিয়ারভুক্ত। এ বিষয়ে আদালতের অনুমোদনের প্রয়োজন হতে পারে। এ বিষয়ে আইনমন্ত্রীই ভালো জানেন।”
বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নেয়ার কথা নয়। আমাদের মন্ত্রণালয়ে আবেদন জমা পড়লে, সেগুলো আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়। যদি আইন মন্ত্রণালয় মনে করে বিষয়টি আদালতের এখতিয়ারের মধ্যে পড়ে, তাহলে তা আদালতে পাঠানো হয়।”
খালেদা জিয়ার ভ্রমণ সংক্রান্ত কোনো আবেদন মুলতুবি আছে কি-না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা এখন পর্যন্ত এমন কোনো আবেদন পাইনি। এরকম আবেদন আসলে কি হতে পারে, সেটা আপনাদের বলার চেষ্টা করেছি।’ বিএনপির পক্ষ থেকে করা আগের আবেদনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “তারা যতবার আবেদন করেছে, আমরা সাধ্যমত অনুমোদন দিয়েছি। এর বাইরেও তাদের আদালতে যেতে হবে।”
যুক্তরাষ্ট্রের ভিসা নীতি প্রসঙ্গে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জানান যে কারা যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞার আওতায় পড়বে, সে বিষয়ে তিনি অবগত নন।