বাংলাদেশের বিপক্ষে ৮৬ রানের জয় পেলো নিউ জিল্যান্ড

বাংলাদেশের বিপক্ষে ৮৬ রানের জয় পেলো নিউ জিল্যান্ড।

মিরপুর স্টেডিয়ামে ২৫৪ রানের দুর্দান্ত স্কোর নিয়ে, শনিবার (২৩ সেপ্টেম্বর) ৮৬ রানের ব্যবধানে বাংলাদেশ দলকে ১৬৮ রানে গুটিয়ে দিয়ে জয় নিশ্চিত করে নিউ জিল্যান্ড। এই জয়ের ফলে আগামী ২৬ সেপ্টেম্বর এক ম্যাচ বাকি থাকতেই, নিউ জিল্যান্ড এখন সিরিজে ১-০ তে এগিয়ে আছে।

নিউ জিল্যান্ডের ২৫৪ রানের জবাবে ব্যাট করতে নেমে, লিটন দাস দ্রুত আউট হয়ে যান। এর ফলে, বাংলাদেশ প্রথম ঝুঁকিতে পড়ে। বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন ১৬ বলে মাত্র ৬ রান করেন।

তানজিদ হাসান, সৌম্য সরকার এবং তৌহিদ হৃদয়ও দ্রুত এবং ধারাবাহিকভাবে সাজ ঘরে ফিরে যান। এদের মধ্যে তানজিদ ১৬ রান নিয়ে আশাব্যঞ্জক শুরু করেন; তবে রানের প্রবণতা ধরে রাখতে পারেননি তিনি। দুই বছর পর ওডিআই প্লেয়িং ইলেভেনে ফিরে আসা সৌম্য শূন্য রানে বিদায় নেয়ার আগে মাত্র দুটি বল মোকাবেলা করেন। আর, ৪ রানে পতনের মুখে পড়েন তৌহিদ।

বাংলাদেশ ১০০ রান ছুঁইতেই তাদের অর্ধেক উইকেট হারিয়ে ফেলে। তারা, নিউ জিল্যান্ডের দেয়া রানের লক্ষ্যকে স্পর্শ করার জন্য উল্লেখযোগ্য স্কোর করতে ব্যর্থ হয়। ইনজুরি কাটিয়ে ফিরে আসা তামিম ৪৪ রান করেন, আর ফর্মে না থাকার কারণে মাঠের বাইরে অবস্থান করা মাহমুদউল্লাহ রিয়াদ করেন ৪৯ রান।

নিউ জিল্যান্ডের হয়ে ইশ সোধি তার ১০ ওভারে ৩৯ রান দিয়ে ধরাশায়ী করেন ছয় উইকেট। যা তাকে দিনের অসাধারণ পারফরমার হিসেবে আবির্ভূত হতে সাহায্য করে। আর, এটা তার ওডিআই ক্যারিয়ারে সেরা পরিসংখ্যান।

এর আগে, টস হেরে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। মোস্তাফিজুর রহমানের দ্রুত ডেলিভারির সৌজন্যে, উইল ইয়াংকে দ্রুত আউট করেন তারা। লিটন দাস উইকেটের পেছনে একটি নিয়মিত ক্যাচ পান।নিউ জিল্যান্ড দলকে ৩৬ রানের মাথায় রেখে, ফিন অ্যালেন এবং চ্যাড বোয়েস দ্রুত সাজঘরে ফিরে যান।

এমন অবস্থা থেকে, হেনরি নিকোলস এবং উইকেট রক্ষক ও ব্যাটার টম ব্লান্ডেল ১১১ বলে ৯৫ রানের একটি স্থিতিশীল জুটি গড়েন। তারা, তাদের দলকে নড়বড়ে শুরুর পর একটা স্থিতিশীল পর্যায়ে নিয়ে আসেন। অভিষেক হওয়া খালেদ আহমেদ শেষ পর্যন্ত এই জুটি ভেঙে দেন। তিনি, ৪৯ রান করা নিকোলস এর পতন ঘটান। তবে, ব্লান্ডেল তার দুর্দান্ত পারফরম্যান্স অব্যাহত রেখে ৬৬ বলে ৬৮ রান সংগ্রহ করেন। লেট অর্ডার ব্যাটারি-গণ নিউ জিল্যান্ডকে ২৫০ রানের স্কোর-এ পৌঁছে দেন। ইশ সোধি ৩৯ বলে ৩৫ রানে অপরাজিত থাকেন।

অভিষেক হওয়া পেসার খালেদ ৬০ রানে তিন উইকেট নেন। ডানহাতি স্পিনার মেহেদী হাসান বাংলাদেশের হয়ে তিনটি উইকেট নেন, আর বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান পান দু’টি উইকেট।