মেগা প্রকল্পের মাধ্যমে কিছু মানুষ ধনী হয়েছেন: নজরুল ইসলাম খান

রাজধানী ঢাকার বঙ্গবন্ধু উদ্যানে রোড মার্চ কর্মসূচি।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, “মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি হয়েছে। আর, এর মাধ্যমে ধনী হয়েছেন কিছু মানুষ; অথচ সাধারণ মানুষের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে।”

রাজধানী ঢাকার বঙ্গবন্ধু উদ্যানে শনিবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে একটি রোড মার্চ কর্মসূচি উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। নজরুল ইসলাম খান আরো বলেন, “আমাদের একটাই দাবি, এই সরকারকে পদত্যাগ করতে হবে।”

তিনি বলেন, “আমাদের নেতা-কর্মী এবং অন্য যে কেউ সরকারের অনিয়মের বিরুদ্ধে কথা বললে; এমনকি সাংবাদিকরা বললেও; রেহাই পান না। তাই, সংসদ ভেঙে দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করাই আমাদের একমাত্র দাবি।”

এর আগে, গত ১৮ সেপ্টেম্বর সরকারের পদত্যাগের দাবিতে চলমান এক দফা আন্দোলনের অংশ হিসেবে ৩ অক্টোবর পর্যন্ত ১৫ দিনের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। পরে, ৫ অক্টোবর পর্যন্ত এ কর্মসূচি বাড়ানো হয়।