চট্টগ্রামে কলেজছাত্রীকে অপহরণ ও ধর্ষণচেষ্টার অভিযোগে পুলিশ পরিদর্শকের যাবজ্জীবন কারাদণ্ড

প্রতীকী ছবি।

চট্টগ্রামে এক কলেজছাত্রীকে অপহরণ ও ধর্ষণচেষ্টার অভিযোগে মিজানুর রহমান নামে এক পুলিশ পরিদর্শককে (বরখাস্ত) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৭–এর বিচারক ফেরদৌস আরা এ আদেশ দেন।

ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী খন্দকার আরিফুল আলম বলেন, কলেজছাত্রীকে অপহরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় সাবেক পুলিশ পরিদর্শক মিজানুর রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। একই সঙ্গে ধর্ষণচেষ্টার দায়ে ১০ বছরের কারাদণ্ড দেন আদালত। পাশাপাশি জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত।

দুই সাজা এক সঙ্গে কার্যকর হবে এবং ফৌজদারি কার্যবিধি (সিআরপিসি) অনুসারে অভিযুক্তের হাজতবাস সাজার মেয়াদ থেকে বাদ যাবে বলে আদালত নির্দেশনা দিয়েছেন।

রায়ের সময় অভিযুক্ত মিজানুর রহমান আদালতে উপস্থিত ছিলেন। সাজা পরোয়ানা মূলে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১১ সালের ১২ জুলাই নগরীর ইস্পাহানি স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির এক ছাত্রী তাঁর ছেলে বন্ধুকে নিয়ে ফয়স লেকে ঘুরতে যায়। সেখানে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার তৎকালীন পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান তাদের ভয়ভীতি দেখিয়ে জিজ্ঞাসাবাদের কথা বলে গাড়িতে তুলে নগরীর চকবাজারে একটি হোটেলে নিয়ে যায়। মিজান সেখানে তাদের দুজনকে আলাদা কক্ষে আটকে রেখে ছাত্রীকে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করে। এ ঘটনায় ওই বছরের ১৬ জুলাই ছাত্রীর বাবা বাদী হয়ে নগরীর পাঁচলাইশ থানায় মিজানের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এরপর মিজানকে সাময়িক বরখাস্ত করা হয়। এর আগে মিজান চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানায় উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন।