পশ্চিম আফ্রিকার তিন দেশের সামরিক নেতার যৌথ নিরাপত্তা চুক্তিতে স্বাক্ষর

ফাইল-মালির রাজধানী বামাকোর রাস্তা দিয়ে নিরাপত্তা বাহিনীর যাওয়ার সময় সাধারণ মানুষের উল্লাস। ১৯ আগস্ট, ২০২০।

পশ্চিম আফ্রিকার তিন দেশ বুরকিনা ফাসো, মালি ও নিজারের সামরিক নেতারা এই সপ্তাহান্তে একটি যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেছেন।

জান্তা নেতারা লিপটকো-গৌরমা সনদে সই করেছেন, গঠন করেছেন সহেল প্রদেশের জোট। এই তিন দেশের সীমান্ত যেখানে মিশেছে সেখানকার নামানুসারে এই চুক্তির নামকরণ করা হয়েছে।

মালির জান্তা নেতা কর্নেল আসিমি গোইতা এক বিবৃতিতে বলেন, “বুরকিনা ফাসো ও নিজারের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে আমি আজ লিপটকো-গৌরমা সনদে স্বাক্ষর করলাম। গঠিত হয়েছে সহেল প্রদেশের জোট। আমাদের জনগণের সুবিধার জন্য যৌথ প্রতিরক্ষা এবং পারস্পরিক সহায়তার একটি কাঠামো প্রতিষ্ঠার উদ্দেশ্যে এই জোট।"

নতুন চুক্তিতে তিনটি প্রতিবেশী দেশকে একে অপরের প্রতিরক্ষায় আসার আহ্বান জানানো হয়েছে।

এই তিনটি দেশই জিহাদিদের হুমকির সম্মুখীন।

২০২০ সাল থেকে এই দেশগুলিতে অভ্যুত্থান ঘটেছে।