বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের সমন্বয় কমিটিতে নেই সিপিএম

কেন্দ্রের বর্তমান মোদী সরকারকে ক্ষমতাচ্যূত করতে ইতিমধ্যে কংগ্রেস, তৃণমূল, আম আদমি পার্টি, সিপিএম সহ অবিজেপি দলগুলি মিলে গড়ে তুলেছে ২৮টি দলের ইন্ডিয়া জোট। কিন্তু তাতে থাকছে না সিপিএমের কোনও প্রতিনিধি।

আগামী ২০২৪ সালে লোকসভা নির্বাচন। কেন্দ্রের বর্তমান মোদী সরকারকে ক্ষমতাচ্যূত করতে ইতিমধ্যে কংগ্রেস, তৃণমূল, আম আদমি পার্টি, সিপিএম সহ অবিজেপি দলগুলি মিলে গড়ে তুলেছে ২৮টি দলের ইন্ডিয়া জোট। জোটের কর্মসূচি ঠিক করতে ইতিমধ্যে গঠিত হয়েছে সমন্বয় কমিটিও।

কিন্তু তাতে থাকছে না সিপিএমের কোনও প্রতিনিধি। অন্যদিকে আম আদমি পার্টির হাত ধরতে নারাজ সংশ্লিষ্ট রাজ্যের কংগ্রেস নেতৃত্ব। ফলে ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে।

এবার এই বিষয়ে মুখ খুললেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বলেন, “সিপিএমের অবস্থান সিপিএম বলবে। বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে সম মনোভাবাপন্ন প্রত্যেকটি দলকে লড়াইয়ে অংশ নেওয়ার জন্য আমরা স্বাগত জানিয়েছি। এবার কোন দল কী পদক্ষেপ নেবেন, সেটা তাদের দলগত বিষয়।”

ইন্ডিয়া জোটের সমন্বয় কমিটিতেও রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সংসদের বিশেষ অধিবেশনে যোগ দিতে দিল্লির উদ্দেশ্যে রওনা দিতে সোমবার ১৮ সেপ্টেম্বর কলকাতা বিমানবন্দরে আসেন অভিষেক। সেখানে ইন্ডিয়া জোটের সমন্বয় কমিটিতে সিপিএমের না থাকা নিয়ে কলকাতা বিমান বন্দরে সাংবাদিকদের সামনে মন্তব্য করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

রাজনৈতিক মহলের একাংশের মতে, জোটের মধ্যে হাজারও বিষয়ে মতান্তর তৈরি হতে পারে। শেষ পর্যন্ত অনেকে জোটে নাও থাকতে পারেন। তবে মোদী সরকারকে হঠাতে অবিজেপি এই জোট যে থাকবে প্রকারন্তরে এদিন সেটাই স্পষ্ট করতে চেয়েছেন অভিষেক।

প্রসঙ্গত, অন্যদিকে, দিল্লিতে সিপিএমের পলিটব্যুরোর দু’দিনের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ইন্ডিয়া জোটের সমন্বয় কমিটিতে দলের কোনও সদস্য থাকবেন না। বৈঠক শেষে জারি করা প্রেস বিজ্ঞপ্তিতে ইন্ডিয়া জোটকে জোরদার করার কথা বলা থাকলেও সমন্বয় কমিটি শব্দটির উল্লেখ নেই। বরং সমন্বয় কমিটির প্রয়োজনীয়তা নিয়েই প্রশ্ন তোলা হয়েছে সিপিএমের প্রেস বিজ্ঞপ্তিতে। বলা হয়েছে, আসন বোঝাপড়ার বিষয়টি রাজ্য স্তরে ঠিক হওয়ার কথা। ফলে সর্বভারতীয় কমিটি মাথার উপর চাপিয়ে দেওয়ার প্রয়োজন নেই।

সংবাদ সূত্রের খবর, ইন্ডিয়া জোটের সমন্বয় কমিটিতে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকাতেই সিপিএমের আপত্তি। তৃণমূল নেতার বিরুদ্ধে ইডি, সিবিআই তদন্ত চালাচ্ছে। পশ্চিমবঙ্গের শাসক দলের বিরুদ্ধেও বিরাট পরিমাণ দুর্নীতির অভিযোগ রয়েছে। এই অবস্থায় তৃণমূলের সঙ্গে এক মঞ্চে দাঁড়াতে নারাজ সিপিএম নেতৃত্ব।