মঙ্গলবার ভারতের নতুন সংসদ ভবনে অধিবেশন শুরুর দিন সাংসদদের জন্য থাকছে বিশেষ উপহার

নতুন সংসদ ভবনে একাধিক চমক অপেক্ষা করছে সাংসদদের জন্য। মঙ্গলবার অধিবেশনে যোগ দিতে আসা প্রত্যেক সাংসদের জন্য থাকছে কেন্দ্র সরকারের পক্ষ থেকে বিশেষ উপহারের ব্যবস্থা।

মঙ্গলবার ১৯ সেপ্টেম্বর ভারতীয়দের ধর্মীয় অনুষ্ঠান গণেশ চতুর্থীর দিন থেকে ভারতের নতুন সংসদ ভবনে শুরু হবে কেন্দ্রের ডাকা সংসদের বিশেষ অধিবেশন। মঙ্গলবার অধিবেশনের দ্বিতীয় দিন।

নতুন সংসদ ভবনে একাধিক চমক অপেক্ষা করছে সাংসদদের জন্য। মঙ্গলবার অধিবেশনে যোগ দিতে আসা প্রত্যেক সাংসদের জন্য থাকছে কেন্দ্র সরকারের পক্ষ থেকে বিশেষ উপহারের ব্যবস্থা।

চলতি বছরের ২৮ মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন সংসদ ভবনের উদ্বোধন করেন। কিন্তু এতদিন সেই ভবনে অধিবেশন হয়নি। বাদল অধিবেশন পুরোটাই হয়েছে পুরনো ভবনে। ১৮ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া সংসদের বিশেষ অধিবেশনের সূচনাও হয় সেখানেই। কিন্তু ১৯ তারিখ থেকে পাল্টাচ্ছে সংসদ ভবনের ঠিকানা।

সংবাদ সূত্রে খবর, মঙ্গলবার সাংসদরা নতুন সংসদ ভবনে এলে তাদের হাতে তুলে দেওয়া হবে উপহারের একটি ব্যাগ। সেই ব্যাগে থাকছে ভারতের সংবিধানের একটি অনুলিপি, সংসদ সম্পর্কিত একটি বই, একটি স্মারক মুদ্রা এবং একটি স্ট্যাম্প।

উল্লেখ্য, সংসদ কর্মচারীদের পোশাক বদল করা হয়েছে। নতুন সংসদ ভবনে নতুন বেশে তাদের দেখা যাবে। সংবাদমাধ্যম সূত্রে খবর, সংসদের পুরুষ কর্মীদের ইউনিফর্ম হতে চলেছে ক্রিম রঙের শার্ট ও খাকি প্যান্ট। অন্যদিকে মহিলা কর্মীদের জন্য বাছাই করা হয়েছে হাল্কা রঙের শাড়ি। সংসদের দুই কক্ষ রাজ্যসভা এবং লোকসভার মার্শালদের মাথায় মণিপুরি টুপি শোভা পাবে বলেও জানা গিয়েছে।

রবিবার ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী মোদীর জন্মদিনের দিন নতুন সংসদ ভবনে প্রথম বার জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সেখানেই বিশ্বকর্মা পুজোর আয়োজনও করা হয়েছিল। মঙ্গলবার ১৯ সেপ্টেম্বর ভারতীয় সময় দুপুর সওয়া দু’টো থেকে রাজ্যসভার অধিবেশন শুরু হবে উচ্চকক্ষে আর সওয়া একটা নাগাদ নিম্নকক্ষে বসবে লোকসভা অধিবেশন।