বন্যাবিধ্বস্ত দেরনাতে সাহায্যে নিয়োজিত তুরস্কের ত্রাণ কর্মীরা

Your browser doesn’t support HTML5

বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, লিবিয়ার বন্যাপীড়িত শহর দেরনার ধ্বংসলীলার চিত্র ধারণ করেছেন তুরস্কের ত্রাণ কর্মীরা।

লিবিয়ার কর্তৃপক্ষ শুক্রবার শহরটিতে যাতায়াত বন্ধ করে দিয়েছে ; অনুসন্ধানী দলগুলিকে কাদা ও খালি ভবনগুলির মধ্য দিয়ে খনন করার অনুমতি দিতেই এই পদক্ষেপ।

শহরে মৃতের সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে। ১০ হাজার মানুষ এখনও নিখোঁজ ৷

কর্তৃপক্ষ সতর্ক করেছে যে, রোগ ও সুপ্ত বিস্ফোরক এখনও আরও প্রাণ নিতে পারে। (এপি)