ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বর্তমানে স্পেন সফর করছেন। বহুজাতিক বস্ত্র শিল্প সংস্থা জারা-র সঙ্গে বৃহস্পতিবার ১৪ সেপ্টেম্বর মাদ্রিদে বৈঠক করেছেন তিনি। জারা পশ্চিমবঙ্গে একটি উৎপাদন কেন্দ্র গড়ে তোলার আগ্রহ দেখিয়েছে। শুক্রবার ১৫ সেপ্টেম্বর স্পেনের বণিক সভা ও সরকারের শিল্প বাণিজ্য মন্ত্রকের প্রতিনিধিদের উপস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার শিল্প সম্ভাবনার ছবিটা তুলে ধরেছেন।
পশ্চিমবঙ্গে যে বাণিজ্য সম্মেলনের আয়োজন করে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, এদিন মাদ্রিদে সেটাই ছোট আকারে আয়োজন করা হয়েছিল । মাদ্রিদ-এ সেই বিজিবিএস (বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট)-এর মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এদিন বলেন, "স্পেন-এর সাংস্কৃতিক বাতাবরণ ও মানুষের পছন্দ-অপছন্দের সঙ্গে কলকাতা তথা বাংলার মিল রয়েছে। স্পেনের মানুষ শিল্প সংস্কৃতি, ফুটবলের গুণগ্রাহী। বাংলাতেও তাই। অর্থাৎ মনের মিল রয়েছে। সাংস্কৃতিক আদানপ্রদানের ক্ষেত্র প্রস্তুত রয়েছে। এবার তা শিল্পক্ষেত্রে সহযোগিতাতেও প্রসারিত হোক।"
মমতা বন্দোপাধ্যায় বৃহস্পতিবার বোঝানোর চেষ্টা করেন যে বাংলায় ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক পরিবেশ রয়েছে। প্রচুর দক্ষ শ্রমিক রয়েছে। বাংলায় সামগ্রিক ভাবে যোগাযোগ ব্যবস্থা উন্নত। সমুদ্র বন্দর, বিমান বন্দর থেকে শুরু করে সড়ক পথে যোগাযোগের সুব্যবস্থা রয়েছে। তা ছাড়া সরকার একটি গভীর সমুদ্র বন্দরও গড়ে তুলতে চাইছে।
তিনি আরও জানান, বাংলায় পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদন হয়। সরবরাহ ব্যবস্থাও উন্নত। তা ছাড়া এশিয়ার বৃহত্তম কয়লা খনি দেউচা পাচামিও রয়েছে রাজ্যে। সেই সঙ্গে সরকার সুনির্দিষ্ট জমি নীতি নিয়ে রেখেছে। কোথায় কোথায় শিল্পের জন্য জমি দেওয়া যেতে পারে তা চিহ্নিত করা হয়েছে। এ জন্য ল্যান্ড ব্যাঙ্কও তৈরি হয়েছে।
এদিনের শিল্প সম্মেলনে পশ্চিমবঙ্গ থেকে যাওয়া শিল্পপতিরাও বাংলার সম্ভাবনার কথা বলেন। ইমামি গোষ্ঠী ও সঞ্জীব আর পি গোয়েঙ্কা গোষ্ঠীর দুই তরুণ প্রজন্ম যথাক্রমে আদিত্য আগরওয়াল ও শাশ্বত গোয়েঙ্কা বাংলায় তাঁদের ‘ইজ অফ ডুয়িং বিজনেস'-এর’ অভিজ্ঞতার কথা জানান।
পরে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, "বাংলায় শিল্প বাণিজ্যের প্রসারের ব্যাপারে সরকার সবরকম সাহায্য করে ঠিক, কিন্তু শিল্প সংস্থার কাজে নাক গলায় না। এ ব্যাপারে শিল্প সংগঠন ও বণিক সভাগুলিকে নিয়ে একটি কমিটি রয়েছে। তারাই এর ব্যবস্থাপনা দেখেন।"
আগামী নভেম্বর মাসে কলকাতায় বিজিবিএস-এর অধিবেশন বসবে। সেই শিল্প সম্মেলনে স্পেন-এর বণিক সভা ও শিল্প সংস্থাগুলিকে এদিন আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।