শুক্রবার ১৫ সেপ্টেম্বর ভারতের তামিলনাড়ু রাজ্যের ডিএমকে সরকারের মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন ঘোষণা করেছেন, রাজ্যের এক কোটি ছয় লাখ মহিলাকে আপাতত মাসে এক হাজার টাকা করে দেওয়া হবে। ওই অর্থ সরাসরি মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে।
রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন, 'লক্ষ্মীর ভাণ্ডার’ - যা মহিলাদের অর্থনৈতিক ক্ষমতায়নে ভারতের রাজ্য পশ্চিমবঙ্গ সরকারের একটি মডেল, তাই অনুসরণ করা হল তামিলনাড়ুতে।
পর্যবেক্ষকদের মতে সে রাজ্যে সনাতন ধর্ম নিয়ে বিতর্কের মধ্যে এই প্রকল্প চালু খুবই তাৎপর্যপূর্ণ। স্ট্যালিন পুত্র উদয়নিধি সনাতন ধর্মের সমালোচনা করতে গিয়ে মহিলাদের প্রতি অসম্মান, অমর্যাদা, অধিকার বঞ্চনার কথাই বলেছিলেন।
তামিলনাড়ু সরকার এই প্রকল্পের নাম রেখেছে 'কলাইগনার মাগালির উড়িমাই তির্থম'। এর বাংলা করলে দাঁড়ায় 'কলাইগনার মহিলা অধিকার প্রকল্প'। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা স্ট্যালিন-এর বাবা প্রয়াত এম করুণানিধিকে সম্মান জানাতে তামিলনাড়ুর মানুষ তাকে 'কলাইগনার' সম্বোধন করত। এই তামিল শব্দের অর্থ 'অতুলনীয় শিল্পী'।
শুক্রবার, ১৫ সেপ্টেম্বর হল ডিএমকের প্রতিষ্ঠাতা সি আন্নাদুরাই-এর ১১৫তম জন্মদিন। এবছরই আবার জন্ম শতবর্ষ পালিত হচ্ছে করুণানিধিরও। দলের দুই প্রাতঃস্মরণীয় নেতাকে স্মরণ করে শুক্রবার তামিলনাড়ু সরকার মহিলাদের ভাতা দেওয়ার এই প্রকল্প চালু করা হল।
মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন প্রকল্পটি চালু করেন তামিলনাড়ুর জনপ্রিয় মন্দির শহর তথা দলের প্রতিষ্ঠাতা আন্নাদুরাই-এর জন্মস্থান কাঞ্চিপূরমে।