কেউ যেন গণতান্ত্রিক ধারা ব্যাহত করতে না পারে, সে বিষয়ে সজাগ থাকতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) একাদশ জাতীয় সংসদের ২৪তম অধিবেশনের সমাপনী ভাষণে তিনি এমন আহবান জানান।
শেখ হাসিনা বলেন, “জনগণ ভোট দিলে এখানে (সরকারি দলে) থাকবো, না দিলে ওই দিকে (বিরোধী দলে) যাবো; কোনো অসুবিধা নেই। জনগণের ওপর আমরা সব ছেড়ে দিচ্ছি।”
বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন,“বৈশ্বিক অর্থনৈতিক মন্দা ও মুদ্রাস্ফীতির মধ্যেও, সরকার দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। কোনো চক্রান্তের কাছে বাংলাদেশের জনগণ মাথা নত করেনি, আর করবেও না।” তিনি আরো বলেন, “অক্টোবর মাসে সংসদের আরেকটা অধিবেশন বসবে। সেটাই হবে এই সংসদের শেষ অধিবেশন। এর পর নির্বাচন হবে। টানা তিন মেয়াদে সরকারের ধারাবাহিকতা ছিলো বলেই আমরা দেশের এতো উন্নয়ন করতে সক্ষম হয়েছি। বাংলাদেশের এই অগ্রযাত্রা যাতে অব্যাহত থাকে, সে দিকে খেয়াল রাখতে দেশের মানুষের কাছে আহ্বান জানাই।”
বাংলাদেশের নির্বাচন ইস্যুতে সোচ্চার দেশগুলোর সমালোচনা করেন শেখ হাসিনা। তিনি প্রশ্ন তোলেন, “১৯৭৭ সালের রাষ্ট্রপতি নির্বাচনসহ ১৯৭৯, ১৯৮১, ১৯৮৬ এবং ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির ত্রুটিপূর্ণ নির্বাচনের সময় তাদের চেতনা কোথায় ছিলো।”
শেখ হাসিনা বলেন, “আওয়ামী লীগের আমলে এ পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে; উপ-নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন, প্রতিটি নির্বাচন স্বচ্ছ ও শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। এর থেকে শান্তিপূর্ণ নির্বাচন কবে হয়েছে বাংলদেশে? আজ যখন আমরা সুষ্ঠুভাবে নির্বাচন করছি, তখনই নির্বাচন নিয়ে প্রশ্ন করা, এর অর্থটা কী? আজ দেশ যখন অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে তখন নির্বাচন নিয়ে প্রশ্ন কেন?”