টরন্টো উৎসবে শ্যাম বেনেগাল পরিচালিত মুজিব বায়োপিকের প্রিমিয়ার অনুষ্ঠিত

টরন্টো উৎসবে শ্যাম বেনেগাল পরিচালিত মুজিব বায়োপিকের প্রিমিয়ার অনুষ্ঠিত

টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ( ৪৮তম ), বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মিত, প্রখ্যাত ভারতীয় চলচ্চিত্র নির্মাতা শ্যাম বেনেগাল পরিচালিত, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’ এর প্রিমিয়ার অনুষ্ঠিত হয়েছে বুধবার (১৩ সেপ্টেম্বর)।

পরিচালক শ্যাম বেনেগাল বলেন, “আমি নিশ্চিত শেখ মুজিবুর রহমানের জীবন এবং বাংলাদেশ নামক রাষ্ট্র প্রতিষ্ঠায় তার ভূমিকা সারা বিশ্বের মানুষের অন্তরে প্রতিধ্বনিত হবে।” একটি জাতি গঠনের এই অনুপ্রেরণামূলক গল্প বলতে পারা তার জন্য বিরল সম্মানের বিষয় বলে উল্লেখ করেন তিনি।

‘মুজিব: একটি জাতির রূপকার’ বায়োপিকের প্রিমিয়ারে বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধুর মানুষের জন্য অদম্য ভালোবাসা এবং দেশ ও জনগণের জন্য সর্বোচ্চ আত্মত্যাগের চিত্র তুলে ধরার জন্য এই বায়োপিকের সঙ্গে সংশ্লিষ্ট বাংলাদেশ ও ভারতের সকলকে তিনি ধন্যবাদ জানান।

বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন (বিএফডিসি) এর ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন চলচ্চিত্রটির কলাকুশলীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভারতের ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন (এনএফডিসি) এর ব্যবস্থাপনা পরিচালক পৃথুল কুমার বিশ্বব্যাপী দর্শকদের হৃদয় স্পর্শ করবে এমন একটি চলচ্চিত্রটি তৈরির জন্য সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান।