ভারতে সংসদের বিশেষ অধিবেশনে বাধ্যতামূলক হাজিরা নিয়ে এমপি-দের হুইপ বিজেপির, জল্পনা বিরোধী মহলে

ভারতে সংসদের বিশেষ অধিবেশনে বাধ্যতামূলক হাজিরা নিয়ে এমপি-দের হুইপ বিজেপির, জল্পনা বিরোধী মহলে

আগামী সোমবার ১৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে ভারতের সংসদের পাঁচ দিনের বিশেষ অধিবেশন। বিরোধীদের প্রবল চাপের মুখে বুধবার ১৩ সেপ্টেম্বর রাতে লোকসভার সচিবালয় বিশেষ অধিবেশনের সূচি প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, সংসদের ৭৫ বছর নিয়ে আলোচনা হবে অধিবেশনে। এছাড়া নির্বাচন কমিশনার নিয়োগ এবং ডাকঘর সংশোধনী বিল পাশ করানো হবে লোকসভায়। রাজ্যসভায় বিলগুলি আগেই পাশ হয়েছে।

এদিকে, বৃহস্পতিবার ১৪ সেপ্টেম্বর বিজেপির লোকসভার দলনেতা রাজেশ সিং তিন লাইনের হুইপ জারি করেছেন দলের এমপি-দের উদ্দেশে। তাতে বলা হয়েছে বিশেষ অধিবেশনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে। বিজেপির সব সাংসদকে ১৮ থেকে ২২ সেপ্টেম্বর, এই পাঁচ দিন সংসদে উপস্থিত থেকে সরকারের অবস্থানকে সমর্থন করতে হবে।

সংসদের আলোচ্য সূচির সঙ্গে শাসক দলের হুইপকে অনেকেই মেলাতে পারছেন না। কারণ, যে সূচি লোকসভার সচিবালয় প্রকাশ করেছে তাতে বড় ধরনের বিতর্কের অবকাশ নেই একমাত্র নির্বাচন কমিশনার নিয়োগ সংক্রান্ত বিলটি বাদে। ওই বিল বিরোধীরা সমর্থন করবে না, আগেই জানিয়ে দিয়েছে। তাতে অবশ্য বিল পাশে সরকারের সমস্যা হওয়ার কথা নয়।

ভারতে সংসদের বিশেষ অধিবেশনে বাধ্যতামূলক হাজিরা নিয়ে এমপি-দের হুইপ বিজেপির, জল্পনা বিরোধী মহলে

বিজেপির হুইপ থেকে বিরোধী নেতাদের অনেকের ধারণা সংসদের ৭৫ বছর সংক্রান্ত আলোচনায় সরকারি প্রস্তাবে এমন কিছু কথা থাকতে পারে যার সঙ্গে বিরোধীরা সহমত হবে না। তখন ভোটাভুটির প্রশ্ন আসতে পারে। তাই বিজেপির সাংসদদের অবশ্যই হাজির থাকতে বলা হচ্ছে।

কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা প্রধান মুখপাত্র জয়রাম রমেশের কথায়, "লোকসভায় আলোচনার সে সূচি প্রকাশ করা হয়েছে তা অত্যন্ত মামুলি বিষয়। এই সব বিষয়ে আলোচনার জন্য সরকার অধিবেশন ডেকেছে বলে মনে হয় না। বিগত দিনের মতো সরকার শেষ মুহূর্তে ঝুলি থেকে কোনও বিষয় পেশ করতে পারে।" রমেশের কথায়, ‘"পর্দে কে পিছে কুছ অউর হ্যায়!" তৃণমূলের বর্ষীয়ান নেতা ডেরেক ও' ব্রায়েন-এর বক্তব্য, "লোকসভার ঘোষিত সূচিই চূড়ান্ত বলে ধরে নেওয়া যাচ্ছে না।"