হ্যানয়ের অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে অগ্নিকান্ড: ৫৬ জনের মৃত্যু, আহত কয়েক ডজন

হ্যানয়ের অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ক্ষতিগ্রস্তদের বহন করে এম্বুলেন্সে তুলছে উদ্ধারকর্মীরা। ১৩ সেপ্টেম্বর, ২০২৩।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের থান জুয়ান জেলার একটি নয়তলা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে আগুন লেগে, অন্তত ৫৬ জন বাসিন্দা নিহত এবং ৩৭ জন আহত হয়েছে। হতাহতদের মধ্যে বেশ কয়েকটি শিশুও ছিল বলে বুধবার কর্তৃপক্ষ জানিয়েছে।

মধ্যরাতের কিছুক্ষণ আগে ওই ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় এবং স্থানীয় সময় দুপুর ২টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। টেলিভিশন ফুটেজে অগ্নিনির্বাপক কর্মীদের সিঁড়ি বেয়ে আগুন নিভিয়ে ফেলতে দেখা গেছে।

রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, অগ্নি-নির্বাপক ট্রাকগুলিকে অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স থেকে প্রায় ৪০০ মিটার দূরে পার্ক করতে হয়েছিল, ফলে আগুন নেভানোর প্রচেষ্টা কিছুটা বিলম্বিত হয়।

ভোরবেলা, টাওয়ারের উপরে ধোঁয়ার কুণ্ডলী ঘুরপাক খেতে থাকে। কয়েক ঘন্টা আগেই ভাড়াটেদের জানালা দিয়ে নীচে লাফ দিতে দেখা যায়। হ্যানয় মেডিকেল ইউনিভার্সিটি হাসপাতালের ভু হোয়াং ফুওং বলেছেন, আহতদের কাছাকাছি হাসপাতালগুলিতে চিকিৎসা চলছে এবং সেখানে মৃতদের সংখ্যা ক্রমান্বয়ে বাড়তে থাকে।

অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সটিতে প্রায় ১৫০ জন লোক বাস করত।

দেশটির জননিরাপত্তা মন্ত্রক ঘোষণা করেছে, ফায়ার কোড লঙ্ঘনের অভিযোগে, ইতোমধ্যেই বাড়িওয়ালাকে হেফাজতে নিয়েছে পুলিশ। এ বিষয়ে এখনও তদন্ত চলছে।

এক সরকারি বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী ফাম মিন চিন বুধবার ভবনটির অবশিষ্ট অংশ পরিদর্শন করেছেন। নিম্ন আয়ের শহুরে আবাসনের জন্য উন্নত অগ্নি নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে, তিনি আগুনে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির সঙ্গে একটি কূটনৈতিক চুক্তি স্বাক্ষর করতে শহরটি পরিদর্শনের দু’দিন পর, অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটল।